রাঙ্গামাটিতে জেএসএস কমান্ডারকে গুলি করে হত্যা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস দলের সশস্ত্র বাহিনীর কমান্ডার আবিস্কার চাকমা (৪০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সদর উপজেলা বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদাম এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদাম এলাকায় সাংগঠনিক দায়িত্ব পালন করছেন আবিস্কার চাকমা। ঐসময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আবিস্কার চাকমা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে বলে জানা গেছে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। টিম ঘটনাস্থলে পৌছালে বিস্তারিত জানা যাবে #