[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহন শুরু

৫১

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

উৎসবমূখর পরিবেশে ২৮ নভেম্বর রোববার মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নে ভোটগ্রহন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। শীত উপেক্ষা করে সকাল থেকে ভোটারদের যার যার ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘ সারি দেখা গেছে।

এবারে ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বাকী ৩ ইউনিয়নে আরো ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এতে আরো ৪ ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ৬ জন ও সাধারণ সদস্য পদে ১৯ জন প্রার্থী বিনাভোটে নির্বাচিত হওয়ার পর সংরিক্ষত নারী আসনে ২০ জন ও সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

৪ ইউনিয়নে ৩৬টি ভোটকেন্দ্র হওয়ার কথা থাকলেও প্রার্থী না থাকায় ৬ কেন্দ্রে ভোট হচ্ছে না। ৩০টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২৯ হাজার ৯২২ জন।

মুবাছড়ি ইউনিয়নে সিঙিনালা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সিঙিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এই ইউনিয়নে ৬টি ভোট কেন্দ্রের সংরক্ষিত নারী আসনে ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা বিনাভোটে নির্বাচিত হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান পদের পছন্দের প্রার্থীকে একটি ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুসমিকা চাকমা জানান, ভোট গ্রহনের সকল প্রস্তুতি সুচারুরূপে সম্পন্ন হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে। যেকোন ধরণের সহিংসতা এড়াতে বিজিবি ও আইনশৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, নির্বাচনে ভোটারদের নির্ভয়ে যাতে কেন্দ্রে আসতে পারে সেজন্য পর্যাপ্ত পুলিশ রয়েছে। এছাড়া বিজিবি ও র‌্যাব এর স্টাইকিং ফোর্স ও রিজার্ব ফোর্স রয়েছে।