রাঙ্গামাটিতে একে-৪৭ সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার
॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে একে-৪৭ সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে নানিয়ারচর সেনা জোন। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে এসব উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরাছড়া নামক এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা সংগ্রহ এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি একে-৪৭(চায়না), সহ ১টি এর ম্যাগাজিন, ১৮ রাউন্ড এ্যামুনিশন, ১টি ৫.৫৬ অটোমেটিক পিস্তলের ম্যাগাজিন, ১টি ৫.৫৬ ক্যালিভার অটোমেটিক বিদেশী পিস্তল, ২ রাউন্ড এ্যামুনিশন,১টি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ, নগদ আড়াই লক্ষ টাকা এবং বেশকিছু চাঁদার রশিদ উদ্ধার করা হয়েছে। ইউপিডিএফ (মূল) দলের আস্তানায় বলে জানান তবে আস্তানা থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।