গুইমারায় খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
॥ গুইমারা উপজেলা প্রতিনিধি ॥
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে জুমা’র নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) বাদ জুম্মা গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ এর সার্বিক ব্যবস্থাপনায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার প্রতিটি জুমার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
এসময় গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি কাজী মফিজ,সাংগঠনিক সম্পাদক,মোঃ সাইফুল ইসলাম সোহাগ, দপ্তর-সম্পাদক,সাহাবউদ্দিন সাবু,ইউনিয়ন বিএনপির সভাপতি, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মোঃ সালমান হোসেন ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ আপায়ন-সম্পাদক মাইন উদ্দিন বাবলুসহ রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লীবৃন্দ অংশ নেন।