লামায় পুনঃনির্বাচনে বিজয়ী শিরিন আক্তার
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
লামা উপজেলায় গজালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন ০২ (৪,৫,৬নং ওয়ার্ড) এর পুনঃনির্বাচনে শিরিন আক্তার বে-সরকারিভাবে বিজয়ী হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গজালিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড তিন কেন্দ্রে চলে ভোট গ্রহণ। আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
তিন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের দেয়া ভোট গণনা বিবরণী মতে বই প্রতীকের প্রার্থী শিরিন আক্তার ৭৭৫ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম সূর্যমুখী ফুল প্রতীকের প্রার্থী আচিং মার্মা ৭২১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ২০২১ইং লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় গজালিয়া ইউনিয়নের মহিলা মেম্বার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত ০২ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে শিরিন আক্তার ও আচিং মার্মা সমান ভোট পেয়ে ফলাফল ড্র হয়। তারপর নিবাচন কমিশন উক্ত সংরক্ষিত ২নং আসনে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত প্রদান করে।