রাঙ্গামাটির রাজস্থলীতে এক ব্যক্তির আত্নহত্যা
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
জলার রাজস্থলী উপজেলার হাজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে আবদুর রহিম (৩৫) নামের এক যুবক। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ২ ঘটিকার সময় হাজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আবদুর রহিম রাঙ্গামাটির দেওয়ান পাড়াস্থ আবদুল করিমের ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনা স্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ৪/৫ মাস পূর্বে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ করে আসছিলো। কি কারণে আত্নহত্যা করেছে নিশ্চিত করে জানাযায়নি।
রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান জানান, সকালে আত্নহত্যার খবর শুনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের দোতলার বারান্দার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরন করা হয়। ময়না তদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।