বান্দরবানে বিএনপিএস সাথে সাংবাদিকদের মাঝে সম্পৃক্ততা সভা
॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥
বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) এর “ আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ” প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সম্পৃক্ততা সভা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) আয়োজনে বান্দরবান অন্যানা কল্যাণ সংগঠন (একেএস) এর হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার,অন্যানা কল্যাণ সংগঠনের (একেএস) নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, বেসরকারী এনজিও সংস্থা তহজিংডং এর নির্বাহী পরিচালক চিং সিং প্রু, গ্রাউসের উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরুং ,বাংলাদেশ নারী প্রগতি সংঘের লিয়াজু অফিসার শরীফ চৌহান,বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) মাস্টার ট্রেইনার সুমিত বণিক, আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের অন্যানা কল্যাণ সংগঠন (একেএস) এর প্রজেক্ট কো-অডিনের্টর দিধিতি চাকমা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুলহক সহ বিভিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত সাংবাদিকদের অবগত করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার বলেন, বিএনপিএস ১৯৮৬ সাল থেকে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। অধিকার ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বিএনপিএস তৃণমূল পর্যায়ে কিশোরী,নারী-পুরুষদের সংগঠিত ও সচেতন করে তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরোও বলেন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা একেএস, গ্রাউস ও তহ্জিংডং এর সার্বিক সহযোগিতায় বান্দরবানে “আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্প ” এর কার্যক্রম চলমান রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে জেলায় ৯০জন মেন্টর, ৯০টি ক্লাব ও ৩ হাজার ৬শ কিশোরী সদস্য কাজ করছে।