বরকলে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে আইন শৃঙ্খলা কমিটির উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সকালে উপজেলা কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে বরকল মডেল থানার প্রতিনিধি এসআই অভি গুপ্ত উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ বজলুল করিম,বরকল ৪৫ বিজিবির প্রতিনিধি নায়েব সুবেদার মোঃ ইসমাইল, ছোট হরিণা ১২ বিজিবি প্রতিনিধি সুবেদার মোঃ মাহফুজ সহ আইন- শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন, সমগ্র বাংলাদেশের ইউপি নির্বাচনের মধ্যে বরকলের ইউপি নির্বাচন খুবই প্রশংসনীয় নির্বাচন। এক্ষেত্রে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীদের ভূমিকা অতুলনীয়। তার জন্য আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে সকলেই সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা আরো বলেন,বরকল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়াও চোরা চালান, মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু নির্যাতন,বাল্যবিবাহ সহ অন্যান্য ক্ষেত্রেও আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটেনি। ভবিষ্যতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলাকে বজায় রেখে জনগণের সেবা নিশ্চিত করে সকল উন্নয়নমূলক কার্যক্রম ও নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসা উচিৎ বলে উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। এ ধারা ভবিষ্যতে বজায় রেখে উপজেলায় সকল প্রকার উন্নয়নমূলক কাজে সম্মিলিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের আহ্বান জানান।