কাপ্তাইয়ে জেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙ্গামাটি জেলা পর্যায়ে কাপ্তাইয়ের বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২২নভেম্বর) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান রাঙ্গামাটিতে অংশ নেয়া বিজয়ীদের পুরস্কার ও সনদ তুলে দেন। এসময় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
এ সময় ক বিভাগে রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেন কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী মোছাঃ রাজিয়া সুলতানা (সামিয়া)।
এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতায় খ ও গ বিভাগে ওই প্রতিষ্ঠানের ত্রিরত্ন তনচংগ্যা ও সৌহার্দ্য তনচংগ্যা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।