রামগড়ে বিজিবির কর্তৃক নগদ অর্থ, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন’র উদ্যোগে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় এলাকার দুস্থঃ অসহায় পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রবিবার ( ২১নভেম্বর ) সকাল ১১টায় জোন সদরে জোন অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল মাজহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন।
এ সময় জোন অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল মাজহার জানান, জোন আওতাধীন এলাকার ৬৫জন গরীব ও দুস্থঃ জনগোষ্ঠি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে ২ লক্ষ ৫৩ হাজার টাকা অনুদান প্রধান করা হয়েছে। এ সময় বিজিবি’র পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।