[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

কথা হইলো চেয়ার লইয়া টানাটানির ৩য় ধাপের মারামারি প্রস্তুতিও লইতেছে ক্ষেমতা দখলকারীর চক্র

৪১

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত শুরু। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…

আমাগো হক জেঠা কহিলো, বান্দরবন পাহাড়ের নাইক্ষ্যছড়িতে গত ১১ মাসের মইধ্যে একশত পঁচিশ কুটি ২৮ লক্ষ টাকার ইয়াবা জব্দ করিয়াছে। আমাগো বিজিবির সদস্য এই মাদকের বড় বড় চালান বিভিন্ন সময়ে জব্দ করিয়াছে। তাইনেরা ১শত ৯৫ জনকে াাটক করিয়াছে। তয় বিজিবি যেইভাবে তাঁগো কর্মক্ষমতার পরিচয় দিয়াছে তাহাতে হেইখানের জেঠা-জেঠিরা খুশি তয় এক্কেবারে ঝাপ ফালনের দরকার। যা মনে হইতেছে পুলিশ-সেনা সদস্যরাও আঁটঘাঁট বান্ধিয়া নামিলে হেই পাহাড় হইতে মাদক মুছিয়া যাইবে না হইলে কারবারীরা মাটিও দুষণ করিয়া ছাড়িবে, চিন্তায় আছি…

রফিক জেঠা কহিলো বান্দরবনের লামায় ইউপির নির্বাচনের ভোটের ফলাফল জালিয়াতির ঘটনা লইয়া বহুতে মেষমেষ সাংবাদিকগোর ধারে পৌঁছাইয়াছে। প্রার্থী শিরিণ জেঠি তাইনের ফলাফল চুরিয়া করিয়াছে বলিয়া জানাইয়া তাইনে ভোট আবর গনিতে আহ্বান জানাইয়াছে। যা মনে হইতেছে যোগ-বিয়োগ গুনে বহুতে অভিজ্ঞ নাই না হইলে আভিযোগ হয় কেমনে, চিন্তায় আছি…

আমাগো খীসা জেঠা কহিলো তাইনেগোর এক শিক্ষিকারে শ্লীলতাহানির ঘটনা লইয়া উপুজিয়া নির্বাহী কর্তার নিকট স্মারক লিপি প্রদান করিয়াছে। গেল ১৬ নভেম্বর স্কুলে যাইবার সময় স্থানীয় কিছু বখাটে ঐ শিক্ষিকারে শ্লীলতাহানির ঘটনা ঘটায় পরে এই ঘটনা লইয়া বাকী শিক্ষরা ক্ষোভে ফাপিতেছে তাইনেরা ৭২ ঘন্টার মইধ্যে বখাটেদের আটক করিতে আল্টিমেটাম দিয়াছে। কথা হইলো নারীর সম্মান রক্ষায় হ¹লরেই সোচ্চার থকিতে হইবে, চিন্তায় আছি…

মংসি জেঠা কহিলো বান্দরবনের বালাথাটায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগোর হাতে ইয়াবা সহ পুলিশের এক কনস্টবল ধরা পড়িয়াছে। এই ঘটনা লইয়া হেইখানে তল্পীতল্পার পর ঐ সদস্যরে আটক করিয়া জেলে ভরাইয়াছে। যা মনে হইতেছে অতিলোভে তাতি নষ্ট, আমও গেছে ছালাও গেছে, চিন্তায় আছি…

রফিক জেঠা কহিলো, লামায় ব্রাক কর্মীরে পিছন হইতে হামরা চালাইয়া তিন ছিনতাইকারী ব্রাকের সদস্যগোর সঞ্চয়-ঋণের টাকা লইয়া চম্পট মারিতে যাইয়া পরে ধরা খাইয়াছে। তয় আমাগো পুলিশ জেঠারা পরে ছিনতাইকারীগোর হইতে অস্ত্রও উদ্ধার করিয়াছে। হামলার শিকার গুরুতর আহত দুই ব্রাক কর্মীরে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হইয়াছে। দিনে দুপুরেই এই আকাম মনে হইতেছে লামা উপুজিলায় শয়তানের বড় বড় চালান জমিয়াছে, চিন্তায় আছি…

আমাগো সাবেক তথ্য কমিশনার নেপাল জেঠা কহিলো, বাপদাদার সম্পত্তিতে জেঠিগোর পূর্ণ অধিকার রহিয়াছে। দেশের জেঠা-জেঠিগোর আচরণগত পরিবর্তনেও আমাগো জেঠিরা বহুত আগাইয়াছে। থথ্য অধিকার আইনের মইধ্যেই জেঠিগোর অধিকার নিশ্চিত করিতে হইবে। কথা হইলো জেঠারা যদি বাপদাদার সম্পত্তি পায় জেঠিগোর অপরাধ কিসে, চিন্তায় আছি…

মিজান জেঠা কহিলো লামায় ৯ম শ্রেণীর এক ছাত্রীরে ধর্ষণ করিয়াছে এ বখাটে। ধর্ষিতার পরিবার কহিলো বাড়িতে কেহই না থাকার সুবাধে স্থানীয় বখাটে এক যুবক গলায় ছুড়ি ধরিয়া ঐ ছাত্রীরে ধর্ষণ করে। এই ঘটনায় পুলিশ ধর্ষকরে ধরিতে তদন্ত চালাইতেছে। কথা হইলো ব্যাটা যেখানেই পলাইয়া তাক ধরিতেই হইবে, চিন্তায় আছি…

খাগড়াছড়ির জেলা প্রসাশক প্রতাপ জেঠা কহিলেন সুস্থ জাতি চাহিলে একজন সুস্থ মা দরকার। বাইল্য বিবাহ জাতিরে ধ্বংস করিতেছে। এইসব বিষয়ে আমাগো সমাজের প্রত্যেকরে সজাগ থাকিতে হইবে। গেল সমবার তাইনে ‘সিয়াই হারুম উচ্চ বিদ্যালয়’ এর ভবন নির্মাণ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করিতে গেলে এই কথা কহিলেন। কথা হইলো বল্য বিয়া বন্ধ করিতে সমাজের পাশাপাশি প্রশাসনরে আরো কঠোর আর মানবিকও হইতে হইবে, চিন্তায় আছি…

আলম জেঠা কহিলো, তাইনের লংগদু উপুজিলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজার এলাকায় একটি সেতুর জইন্য তিন যুগ অপেক্ষা করিতেছে হেইখানের জেঠা-জেঠিরা। তাঁগোরে হ¹ল নেতারা কথা দিয়াও কথা রাখে নাই। দিন মাস বছর যাইতে যাইতে তিন যুগে ধরিয়াছে। চাইর গ্রামের হাজার হাজার জেঠা-জেঠির চরম দূর্ভোগ ভোগ কিরিতেছে তাইনেরা। যা মনে হইতেছে আমাগো রাজনৈতিক নেতা জেঠাগোর দেয়া কথারও জং ধরিয়াছে, চিন্তায় আছি…

খান জেঠা কহিলো এইবার তিন ধাপের ইউনিয়ন পুরিষদ নির্বাচনের ডাক পড়িয়াছে। গেল নির্বাচন লইয়াতো বহুতে কপালও ফাঠিয়াছে জীবনও গিয়াছে। এই নির্বাচন লইয়া উপুজিলার ইউনিয়ন এলাকার জেঠা-জেঠিগোর ঘুমও হারাম হইয়াছে। দেশের বহুত স্থানে নির্বাচনরে লইয়া গোলাগুলি ফাঠাফাটিতো চলিতেছেই। কথা হইলো চেয়ার লইয়া টানাটানির ৩য় ধাপের মারামারিও প্রস্তুতিও লইতেছে ক্ষেমতা দখলকারীর চক্র, চিন্তায় আছি…

আবুল জেটা কেিলন, খাগড়াছড়ির মানিকছড়ির পাহাড়ে চাষীগোর তামাক চাষ না করিতে আহ্বান জানাইয়া হেইখানে চাষীগোর হাতে আলুর বীজ তুলিয়া দিয়াছেন। তামাক চাষে একদিকে সমাজের ক্ষতি অন্যদিকে পরিবেশ আর পানিও দূষণ করিয়া যাইতেছে। কথা হইলো এত দোষের এই তামাক দেশ হইতে উপড়াইয়া ফেলনেরও দরকার, চিন্তায় আছি…

আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
২১ নভেম্বর, ২০২১ খ্রিঃ