[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
প্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে রাস মহোৎসব পরিদর্শন করলেন মংসুইপ্রু চৌধুরী

১২১

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ৪৬ তম ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ রাস মহোৎসর পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য রাস মহোৎসব পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রাস মহোৎসব পরিচালনা পরিষদ এর হাতে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, রাস মহোৎসব পরিচালনা পরিষদের সভাপতি রতন কুমার শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জসিম উদ্দিন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, এটিএন বাংলা টিভির জেলা প্রতিনিধি আবু দাউদ, একুশে টিভির জেলা প্রতিনিধি চিংমেপ্রু মারমা, চ্যানেল ৭১ টিভি’র জেলা প্রতিনিধি রুপায়ন তালুকদারসহ জেলার স্বনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

রাস মহোৎসব পরিচালনা পরিষদ সূত্রে জানা যায়, ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ এ রাস মহোৎসবে মহানামসূধা অভিসিঞ্চনে অংশগ্রহন করেছেন, চট্টগ্রাম থেকে আগত গৌবিন্দ মহারাজ সম্প্রদায়, শ্রী রাম সংঘ, গোপালগঞ্জের মা বিজয়া লক্ষ্মী অষ্ট সখী সম্প্রদায়, মাগুরা থেকে গৌরা নিত্যান্দ ও কক্সবাজার থেকে কৃষ্ণ অদ্বৈত সম্প্রদায়।

রাস মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর চৌধুরী বলেন, প্রতি বছরের ন্যায় প্রেমানন্দহৃদ বৃন্দাবন বিহারী পুরুষোত্তম শ্রী কৃষ্ণের মধুর বংশী ধ্বনিতে প্রেমোন্মাদিনী ভক্তবৃন্দ ছুটে এসেছিল রাস উৎসবে, এক অলৌকিক আনন্দ ও সৌন্দর্যের জগতে, এক অখন্ড রাস ধারার উৎস ভুমিতে। এই উৎসব ভূমিতে বিশ^ভ্রাতৃত্ববোধ এবং বৈশি^ক মহামারি পরিস্থিতিতে সকলের সুস্থতা ও শান্তি কামনায় ষোড়শ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

আগামী ২১ নভেম্বর রবিবার উষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, মোহন্ত বিদায় ও পল্লী পরিক্রমায় রাস মহোৎসব সম্পন্ন হবে।