বান্দরবানে ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে দুরন্ত মাউন্টেন বাইক রেস
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে মুজিব শতবর্ষে দুরন্ত মাউন্টেন বাইক রেস আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বান্দরবান হিলটন কনফারেন্স হল রুমে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আয়োজনে ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সহযোগীতায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বান্দরবান জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা ৫০ বছর উদযাপন ঘিরে আগামী ২০ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে “মুজিব বর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস ২০২১”। উক্ত মাউন্টেন বাইক রেস বান্দরবান সদর হতে নীলদিগন্ত হয়ে মিলনছড়িতে এসে প্রতিযোগীতা সমাপ্তি হবে। সে প্রতিযোগীতায় সর্বমোট ১০০ জন সাইক্লিস্ট অংশগ্রহন করবে।
এসময় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী, জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মানুন, রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারী অমল কান্তি দাশ, প্রেস ক্লাবে সভাপতি মনিরুল ইসলাম মনুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক গনমাধ্যকর্মীসহ ব্যক্তিবর্গ প্রমুখ।