উন্নয়নের সুফল পাচ্ছে সাধারণ জনগণ
বান্দরবানে মেডিক্যাল এসিসষ্ট্যান্ড ট্রেনিং স্কুল উদ্বোধন
॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান
বান্দরবানে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান ৩নং সদর রেইছা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে বান্দরবান স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮টি ভবন এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজী, জেলা পুলিশ সুপার জেরিন আখতার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় তত্বাবধায়ক মো.শকিফুল ইসলাম,জেলা সিভিল সার্জন ডাঃ অশৈপ্রু, জেলা পরিষদে সদস্য মোজ্জামেল হক বাহাদুরসহ সর্বসাধারণ ও প্রিন্ট ইলেট্রনিক গনমাধ্যমকর্মী সহ ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং, এমপি বলেন, আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে জন্য কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে স্কুল, কলেজ, হাসপাতাল, মন্দির, মসজিদ, গীর্জাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নির্মাণ হচ্ছে আর এর সুফল পাচ্ছে সাধারণ জনগণ। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আজ পার্বত্য অঞ্চলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে ডিজিটাল রূপে পরিণত হচ্ছে। ৩০ কোটি ৫৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) হচ্ছে।