[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

ভোট পুনঃগণনার দাবীতে সাংবাদ সম্মেলন

লামার গজালিয়া ইউনিয়নে সংরক্ষিত আসন-২ এর ফলাফল জালিয়াতির অভিযোগ

৩২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের সংরক্ষিত আসন- ০২ (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) এর ভোটের ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছে। এ অভিযোগ নিয়ে স্থানীয় প্রেস ক্লাবে মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সংরক্ষিত আসন-০২ এর বই প্রতীকের প্রার্থী শিরিন আক্তার জানিয়েছেন, নির্বাচনী এলাকার তিন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফল মতে তিনি ৫২৪ ভোট পেয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি সূর্যমুখী ফুল প্রতীকের প্রার্থী আচিং মার্মা পেয়েছে ৫১১ ভোট। আমি ১৩ ভোটে বেশি পেয়েছি। অথচ গজালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের রিটার্নিং অফিসার ড. মুহাম্মদ ইসহাক আলী প্রিজাইডিং অফিসার কর্তৃক সরবরাহকৃত ভোট গণনার ফলাফল যথাযথভাবে লিপিবদ্ধ না করে ফলাফল জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তিনি রাতে দুইজনের ফলাফল সমান সমান উল্লেখ করে ঘোষণা দেন। রিটার্নিং অফিসার ব্যক্তিগতভাবে সুবিধা গ্রহণ করে মনগড়া গণনার ফলাফল লিপিবদ্ধ করে ২নং সংরক্ষিত ওয়ার্ডের ফলাফল পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কর্তৃক দেয়া ফলাফল সীট (ফরম-ঠ-১) তাঁর কাছে সংরক্ষিত আছে বলে দাবি করেন। ৬নং ওয়ার্ড কেন্দ্র রেমং মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ নাজেম উদ্দিন বলেন, কেন্দ্রের ফলাফল গণনা করে সকল প্রার্থীদের হাতে দিয়েছেন। রিটার্নিং অফিসার কি ফলাফল ঘোষণা করেছে সেটা জানিনা।

এ বিষয়ে গজালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের রিটার্নিং অফিসার ড. মুহাম্মদ ইসহাক আলী বলেন, প্রিজাইডিং অফিসাররা যে ফলাফল দিয়েছেন তা একীভূতকরণ করে ঘোষণা করা হয়েছে। গজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড রেমং মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ বার ভোট গণনা করা হয়েছে। এই বিষয়ে প্রিজাইডিং অফিসার বলতে পারবে। কেন্দ্রে দুইবার ভোট গণনা হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রে থাকা কয়েকজন প্রার্থীর বশে ক’জন এজেন্ট।

এই বিষয়ে আইনী কোন প্রতিকার না পেয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) ২০২১ইং বিকেল সাড়ে ৩টায় লামা রিপোর্টার্স ক্লাবের হলরুমে ফলাফল জালিয়াতির প্রতিবাদে ও ভোট পুনঃগণনার দাবীতে সাংবাদ সম্মেলন করেছেন বই প্রতীকের প্রার্থী শিরিন আক্তার। এই সময় তার সমর্থক ও বেশকয়েকজন ভোটার উপস্থিত ছিলেন।