[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে ১০ ওয়াকিটকি সহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীবান্দরবানের লামায় সাড়ে ৬ লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসখাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতারদীঘিনালায় নবাগত ইউএনও শান্তি ও উন্নয়নে সবার সহযোগীতা চাইলেনবান্দরবানের আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটকদীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেলখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচল
[/vc_column_text][/vc_column][/vc_row]

পর্যটক ক্ষেত্রে বড় বাধা হলো চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ড : দীপংকর তালুকদার এমপি

৪৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, রাঙ্গামাটিতে পর্যটক ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ড। সকলেই চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার দাবি জানিয়েছেন এবং সেই দাবির প্রেক্ষিতে সেনাবাহিনী তাদের অভিযান চালু করেছেন। এ অভিযান অব্যাহত আছে। এ অভিযান ব্যাপক এবং তীব্র করার জন্য অনুরোধ করা হয়েছে। সেই প্রেক্ষিতে রাঙ্গামাটিতে চাঁদাবাজি অনেকটাই কমে গেছে। তাই সেনাবাহিনী,বিজিবি এবং পুলিশ সহ সকল যৌথবাহিনীকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

শনিবার (১৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলার শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ,সম্ভাবনা এবং সম্প্রসারণে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পর্যটন হলো তিন পার্বত্য জেলার (রাঙ্গামাটি,খাগড়াছড়ি এবং বান্দরবান) জন্য প্রধান একটি অর্থনৈতিক ক্ষেত্র। পর্যটন শহর গড়ে তোলতে হলে সব সময় পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। এতে নিজেদের সচেতসতা বৃদ্ধি করতে হবে।

এসময় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ হাজী কামাল উদ্দিন,বাংলাদেশ ট্যুরিজম এসোসিশেয়নের সদস্য মোঃ সাইফুল ইসলাম,রাঙ্গামাটি উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভানেত্রী আনোয়ারা বেগম সহ পর্যটন সংশ্লিষ্টদের সাথে জড়িত বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্যে রাখেন এবং তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরা হয় মতবিনিময় সভায়।