দীঘিনালায় খাগড়াছড়ি রিজিয়ন ও লায়ন্স ক্লাবের বিনামূল্যে চিকিসৎসা সেবা ঔষধ বিতরন
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় খাগড়াছড়ি রিজিয়ন ও লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।
শনিবার (১৩নভেম্বর) সকালে দীঘিনালা সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে খাগড়াছড়ি রিজিয়ন সার্বিক তত্ত্ববধানে দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় উপজেলা ৫টি ইউনিয়নে গবীর দুঃস্থ পাহাড়ী বাঙ্গালীদের মাঝে ২দিন ব্যাপি ফি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন মেডিকেল উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তৌহিদুল ইসলাম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ, লায়ন্স ক্লাব এর ডেপুটি জেনারেল সেলিনা রহমান প্রমূখ।
মেডিকেল ক্যাম্পে উদ্বোধন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা বলেন, খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন সব সময় পার্বত্যঞ্চলে সাহায্য সহযোগীতায় এগিয়ে এসেছে। দীঘিনালা জন সাধানরের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে। দীঘিনালা উপজেলা খাগড়াছড়ি জেলার একটা প্রত্যন্ত উপজেলা। দীঘিনালা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে চক্ষু চিকিৎসা থেকে জনসাধারন বঞ্চিত রয়েছে। খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন ও লায়ন্স ক্লাব একটি মেডিকেল ক্যাম্পের আয়োজনের মাধ্যমে জনসধাননের মাঝে ফি চিকিৎসা ও চক্ষু রোগীদের জন্য চক্ষু চিকিৎসা প্রদান করে বিনামূল্যে মেডিসিন প্রদান করছে।
চক্ষু রোগী মায়ারানী চাকমা ও ফুলবানু বেগম বলেন, অর্থের জন্য চিকিৎসা করাতে পারছিলাম না, আর্মি ও লায়ন্স ক্লাব চিকিৎসা দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই।