কাপ্তাইয়ের রাইখালী নারায়নগিরি বাজারে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় ও চা পাতা ধবংস
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের রাইখালী নারানগিরি বাজার নিরাপদ খাদ্য আইনে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় ও চা পাতা জব্দ করে ধ্বংস করা হয়েছে। শনিবার (১৩নভেম্বর) সকাল ১১টা হতে দুপুর ২টা পযন্ত নারায়নগিরি বাজার অভিযান ও পরিদর্শন করেছে কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ।
এসময় মেয়াদউত্তীর্ণ কোমল পানীয়,ও চা পাতা জব্দ করে ধ্বংস করা হয়েছে। এবং দোকানের কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় নোটিশ প্রদান করা হয়েছে। উপজেলা খাদ্য পরির্দশক জানান দন্ডবিধি আইন ও নিরাপদ খাদ্য আইনে ধারা ও জরিমানা নিয়ে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করা হয়। এবং দোকান মালিকদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। প্রতিটি বাজারে এ অভিযান চলমান থাকবে বলে জানান।