[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমাকাপ্তাই এ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম তরাম্বিত করার লক্ষ্যে কাপ্তাই এ সভালংগদু তিনটিলা বন বিহারে জোন কমান্ডার মোর্শেদ এর অংশগ্রহনখাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ঘটনায় যুবক আটকহালদা নদীর মানিকছড়ি অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দকাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবাখাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজ ইউপিডিএফ সদস্যকে আটক করলো জনতাখাগড়াছড়ির রামগড়ে ১৪ হাজার ঘন ফুট বালু জব্দরাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে আওয়ামীলীগের ২ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

৮৪

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিন্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক-১ লক্ষীপদ দাশ এর স্বাক্ষরিত এবং জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মার্মা ও যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক এর স্বাক্ষরিত দুইটি আলাদা ঠিটিতে এ বহিস্কারাদেশ দেয়া হয়।

বহিস্কৃতরা হলেন ,আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এম কফিল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী।

সূত্রে জানা যায়,৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে দুই ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে আলীকদম সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নাছির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ( বিদ্রোহী ) আনোয়ার জিহাদ চৌধুরী, ৩নং নয়াপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফোগ্য মার্মা ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী ) হিসেবে মোঃ এম কফিল উদ্দিন নির্বাচনে অংশ নিয়েছেন।

বহিষ্কারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে দলের দুই নেতা প্রধানমন্ত্রীর সিন্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিচ্ছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রের চরম পরিপন্থী কাজ।তাই তাদের বহিষ্কার করা হয়েছে।

আজকালের মধ্যে আরও একজনকে বহিষ্কার করা হবে। দলের নির্দেশনা না মেনে যারা বহিষ্কৃতদের পক্ষে কাজ করবে তাদেরকেও বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন,চিঠি বিদ্রোহী প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে। বহিষ্কার হওয়ার পর থেকে বহিষ্কৃতরা দলীয় কোন পদবী ব্যবহার করতে পারবে না।