নাইক্ষ্যংছড়ি ২ ইউপিতে আঃলীগের আলম ও ইমরান চেয়ারম্যান নির্বাচিত
॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও দোছড়ি, দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী বিজয় হয়েছে। বাইশারীতে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আলম কোম্পানি ও দোছড়িতে মোঃ ইমরান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। আর বিদ্রোহী প্রার্থী বাইশারী আওয়ামিলীগের সভাপতি (বহিষ্কৃত) আনারস প্রতীক জাহাঙ্গীর আলম বাহাদুর, এবং দোছড়িতে মটর সাইকেল প্রতীকের মার্কার প্রার্থী ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি (বহিষ্কৃত) মোঃ হাবিবউল্লাহ পরাজিত হয়েছেন।
গত বৃহস্পতিবার ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন।
দৌছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মোঃ ইমরান ২০২৪ ভোট, বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রার্থী ১৮৪০ ভোট পেয়েছেন। ১৮৪ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ইমরান জয়লাভ করেন।
অপরদিকে বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে নৌকা প্রতীকের মোঃ আলম কোম্পানি ৫২০০ ভোট পেয়েছেন। বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম বাহাদুর, আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৫০ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আলম কোম্পানি ২৪৫০ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে জয় লাভ করেছেন।