[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদল
[/vc_column_text][/vc_column][/vc_row]

আগামীকাল বৃহস্পতিবার লামা উপজেলার ৭টি ইউনিয়নে ভোট

৩৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোট অনুষ্ঠিত হচ্ছে বান্দরবানের লামা উপজেলার ৭টি ইউনিয়নে। সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৭ জন, জাতীয়পার্টি ১ জন এবং স্বতন্ত্র ১০ জন (দুইজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী)।

এছাড়া ৭টি ইউনিয়নে ২১টি সংরক্ষিত আসনে মহিলা মেম্বার প্রার্থী ৬৫ জন ও ৬৩টি সাধারণ ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ২২১ জন। মোট প্রার্থী ৩০৪ জন। লামা উপজেলার গজালিয়া, লামা সদর, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রূপসীপাড়া ও ফাইতং ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

লামা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৬৪টি, ভোট কক্ষের (বুথ) সংখ্যা ২০০, মোট ভোটার ৫৭ হাজার ৯৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ৯৬৯ জন মহিলা ভোটার ২৮ হাজার ১৫ জন। প্রত্যেকটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে থাকবে বিচারিক ক্ষমতা সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব এর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

সরজমিনে ঘুরে দেখা যায়, অনেক কেন্দ্র দুর্গম হওয়ায় বুধবার সকাল থেকে দায়িত্বরত ব্যক্তি, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।

৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, ১নং গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত বাথোয়াইচিং মার্মা (নৌকা) ও স্বতন্ত্র মোঃ বাবুল হোসেন (মোটর সাইকেল), ২নং লামা সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মিন্টু কুমার সেন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আক্তার কামাল (মোটর সাইকেল), ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মোহাং নুরুল হোসাইন (নৌকা), জাতীয় পাটি মনোনীত খোরশেদ আলম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী জাকের হোসেন (আনারস), মোঃ ওমর ফারুক (মোটর সাইকেল), ৪নং আজিজনগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মোঃ জসিম উদ্দিন (নৌকা) ও স্বতন্ত্র রশিদ আহম্মদ (আনারস), ৫নং সরই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ ইদ্রিছ (নৌকা) ও মাওলানা মোঃ আবু হানিফ (আনারস), ৬নং রূপসীপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ছাচিং প্রু মার্মা (নৌকা) ও জাহাঙ্গীর আলম (আনারস), ৭নং ফাইতং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ ওমর ফারুক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু তাহের (আনারস), আব্দুল জলিল (চশমা), মোঃ

শহিদুল্লাহ (মোটর সাইকেল)।
লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, লামা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি নজরদারির জন্য ম্যাজিস্ট্রেট কাজ করেছেন। এরই মধ্যে নির্বাচনী মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। নির্বাচন কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারের জন্য প্রস্তুতি সম্পন্ন। তিনি আরো বলেন, অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থী ও ভোটারের সহযোগিতা প্রয়োজন।