বরকলে দূর্গম দুই ইউপিতে হেলিসর্টে পৌঁছে দেয়া হল নির্বাচনী সরঞ্জাম
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
বরকল, কাপ্তাই ও বিলাইছড়ি এ তিন উপজেলায় দু’দিন পরে অনুষ্ঠিত হবে ২য় ধাপের ইউনিয়ন সাধারণ নির্বাচন। তারই অংশ হিসেবে বরকল উপজেলায় চার ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নানানভাবে প্রস্তুতি নিয়েছে উপজেলা নির্বাচন অফিস। মঙ্গলবার (৯নভেম্বর) সকালে উপজেলার দূর্গম দুটি ইউনিয়নে ভোট কেন্দ্রে হেলিসর্টের মাধ্যমে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন জানান,বরকল উপজেলার দূর্গম নির্বাচনী এলাকার মধ্যে বড় হরিণা ইউনিয়নের ৪টি ও আইমাছড়া ইউনিয়নের ৩টি সহ মোট ৭টি ভোট কেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্রগুলোতে হেলিসর্টে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। অন্যান্য ভোট কেন্দ্রে নির্বাচনের একদিন আগে পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান,ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে বলে গণমাধ্যমকে জানান।