[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোয়াংছড়ি হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণভালোবাসার টানে রুরাম ম্রো বিয়ে করলো লামার টনি ত্রিপুরাকেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে চোলাই মদ উদ্ধারখাগড়াছড়িতে পানছড়িতে বিরল তক্ষক সহ ৪ জন আটককাপ্তাই বিএসপিআই এ বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনলংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানরাঙ্গামাটির বসন্ত সমবায় বৌদ্ধ বিহারে দানোত্তোম কঠিন চীবর দান অনুষ্ঠিতস্বামী কর্তৃক নির্যাতিত অন্তঃসত্ত্বা গৃহবধুর পাশে ছাত্রদলশরতের সকালে কুয়াশা পাহাড়ে যেন শীতের আগমনী বার্তাঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে রূপসী কাপ্তাই এর উদ্যোগ সত্যি প্রশংসনীয়
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে দুই ইউনিয়নে নির্বাচনী উত্তাপ নেই

৪৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন মহালছড়িতে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা ও বাছাই পর্ব শেষ হয়েছে। মনোনয়ন পত্র জমা ও বাছাই পর্ব শেষ হওয়ার পর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মুবাছড়ি ইউনিয়ন ও ক্যায়াংঘাট ইউনিয়নে ১ চেয়ারম্যানসহ ১৬ জন প্রার্থী একক ভাবে মনোনয়ন জমা পড়েছে। ফলে ওই এলাকায় তফসিল ঘোষণার পর কিছুটা নির্বাচনী উত্তাপ দেখা গেলেও বর্তমানে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় নির্বাচনী উত্তাপ কমে গেছে।

নির্বাচনী কার্যালয়ের তথ্য সূত্রে জানা গেছে, মুবাছড়ি ইউনিয়নে ৮ জন, ক্যায়াংঘাট ইউনিয়নে ৮ জন প্রার্থী এককভাবে মনোনয়ন জমা পড়েছে। একক প্রার্থী হিসেবে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা হলেন, সংরক্ষিত মহিলা আসনে কামনা চাকমা ও শ্যাংথুই মারমা ও সাধারণ সদস্য পদে, সুজিত কুমার চাকমা, যুদ্ধ রঞ্জন চাকমা, রিপন চাকমা, চিকু চাকমা, সাধন পূর্ণ চাকমা, শিপন চাকমা। একইভাবে ক্যায়াংঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে রুপেন্দু দেওয়ান ও সাধারণ সদস্য পদে মহেন্দ্র চাকমা, জীবন বিকাশ চাকমা, হেমন্ত চাকমা, সন্তোষ ময় চাকমা, কৃপণ চাকমা, দীপ্ত চাকমা ও সুশীল বিকাশ।

ক্যায়াংঘাট ইউনিয়নের এক ভোটার দীনেশ চাকমা বলেন, ক্যায়াংঘাট ইউনিয়নে বিশেষ করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি না থাকায় ভোটাদের মাঝে নির্বাচনী উত্তাপ নেই। প্রতিবারে নির্বাচনের সময় ভোটারদের মাঝে উৎসব মূখর একটা পরিবেশ সৃষ্টি হতো কিন্তু এবারে তা পরিলক্ষিত হচ্ছেনা। নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকলে ভোটারদের মাঝে আমেজ থাকেনা।

আগামী ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৮ নভেম্বর ভোট গ্রহন।