বরকলে এসএসসি পরীক্ষার্থী’র বিদায় সংবর্ধনা
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
বরকল উপজেলায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩২তম এস.এস.সি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে স্বাস্থ্য বিধি মেনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পিন্টু চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা,বিশেষ অতিথি ছিলেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক প্রতি ময় চাকমা,ইন্দু বিকাশ চাকমা ও লালন চাকমা প্রমূখ।
এসময় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।