পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৫৪
ঘটনা ফাঁস না করিতে নাকি নোট ছাড়িয়াছে,ভোট না দিলে কবরেও জায়গা নাই
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপুনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৫৪ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্রও বানাইবেন।
শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো এই অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি পক্ষও অপক্ষে গড়াইতেছে। মা’রে পার্বত্য চট্টগ্রামেও আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বহুতে দৌঁড়াইতেছে আবার সন্ত্রাসীরাও বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদের দলাদলী বলাবলি লইয়া জীবন সাঙ্গের গননায় যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে খালি মিনতি জানাইতেছে। যাউ¹া, এইবার পর আলোচনা সমালোচনা হইলো….
মা’জননীগো, ক্ষেমতারে ললিপপ ভাবিয়া পাহাড়েতো কে কারে লটকাইবে, পটকাইবে, ছিটকাইবে এইসব লইয়া খালি ছক কাটে। নির্বাচন আসিলেই চেয়ার ছোট হউক, বড় হউক লাট্টালাট্টি লাগাইয়া অসহায় দাদু-দিগিাের পুরিস্থিতিও চুইংগামের মতন লম্বা করিতেছে। ইউনিয়ন পুরিষদ নির্বাচন লইয়া মাদার ডিস্ট্রিক্টের কাপ্তাই উপুজিলায় গুলি আর ইট দিয়া দুইজনরে পরপারে চালান করিয়াছে। যুবলীগের নেতার চরিত্র লইয়া ধর্ষণের ঘটনা থানায় গড়াইয়া এখুন যুবলীগরে ডুবাইয়াছে। চরিত্রহীন ঐ নেতারে বাঁচাইতে তাইনের সমর্থক গুষ্টি ঢাকার পার্টি অফিসেও জ্যাম লাগাইয়াছে। ঐ নেতা শেষমেষ ধর্ষিতারে কবুল করিলে এই দফায় বাঁচা। তয় লম্পট এই নেতার নাকি আরো বহুত কূকীর্তি রহিয়াছে। আরেক নেতা ক্ষেমতার দাপুটে খালি খাই খাই অবস্থা। এইসব লইয়া যুবলীগের বহুতে বয়ানও চালাইতেছে। ঘটনা ফাঁস না করিতে নাকি নোট ছাড়িয়াছে। মা’গো এই অধম বহুত আগে ফরমায়েস করিয়াছি মাদার ডিস্ট্রিক্টে চালাইন দিয়া ছাঁকিতে।
মা’রে, বান্দরবুন পর্বতের মং দাদু কহিলো হেই পাহাড়ের গহিনে অপকর্মের নানান গুষ্টির দল বাস বান্ধিয়াছে। মাদকের থাবায় থাবায় কে কারে বাঁচায় পুরিস্থিতির সৃষ্টি হইতেছে। পর্বতের আনাচে কানাচে উন্নয়ন টানা চলিলেও মাদকে অবনতির হিস্যাও বড় হইতেছে। খাগড়াছড়ির পর্বতেও নির্বাচন লইয়া কেজি গ্রামের ওজনে দৌঁড়াইতেছে। কুজেন দাদুরে দেখিলাম দিদিগোর দুই সারির মাঝখানে ক্যামেরায় সাটার মারিতেছে। খাগড়াছুড়ির রানা দাদু কহিলেন রসিক কুজেন তুই মুইতেই বেশ, তলে তলে দলে ভিন্নরাও উঁকি মারিতেছে তয় সন্ত্রাসীর গুলিতে দীপন নিহত হইয়াছে দিঘীনালায়।
মা’গো দেশের উন্নয়ন বিরোধী চক্রতো চাঁটের মতন লাগিয়াছে। দলের এমপি, মুন্ত্রী, কর্তাগোর পিএস,সিএসরা বেশ খোশ মেজাজে। ইউপি নির্বাচন লইয়া দলের মনোনয়ন প্রত্যাশীরা পিএস,সিএস ভরসায় আগাইতেছে। এই পিএস,সিএস বাহিনীর পিছনে গুরিন্দা লাগাইয়া দেন। কানাঘুষো করিতেছে বহুতে তলে তলে কালো টাকার মালিক বনিতেছে। রাজধানীর পার্টি আফিসে দেখিলাম ব্যারিস্টার বিপ্লব দাদুতো চমৎকার সামাল দিতাছে। তয় রক্তচোষা জোঁকের দল বধ্ করিতে সজাগ থাকিতে হইবে। দেশের বিভিন্ন স্থানের ধর্মীয় পুতিষ্টানে হামলার ঘটনায় জড়িতদের ডানা ছাঁটাইয়া দেন। অর্থ পাচারকারী লুটেরার দল কি দেশের অর্থনীতির কোমড় ভাঙ্গনের পুতিযুগিতায় নামিয়াছে। যশোর শিক্ষাবোর্ডেও আড়ইকুটি নাই হইয়াছে। দলের নয় দরকার দেশ প্রেমিকের। লুটেরা বহু ফুয়াদরাই আপুনার মান ধুলোই মিশাইতেছে। দেশের নানান কিচিমের মাল্টিপারপাস এর টুঁটিও চাপিয়া ধরিতে ওয়ার্ডার করেন।
মা’জননীগো লুটেরার দল দেশে আঁট-ঘাঁট বান্ধিয়া লাইন ধরিয়া লুট চালাইতেছে। খাদ্যপন্য লইয়া সিন্ডিকেটের ফন্দিতে বন্দী দেশের দাদু-দিদিরা হাঁসফাঁস। লাভের সুখবরের খবরও নাকি এইবার গ্যাস লইয়া লম্পঝম্প। মজুদ অর্থ ফতুর হইতেছে। দেশের চিত্রে ইউনিয়ন পুরিষদ নির্বাচন লইয়া মনে হইতেছে হেই চেয়ারের দামও বাড়িয়াছে। কুড়িগ্রামে আ.লীগের প্রার্থী নাকি বিএনপি আর রাজাকারপুত্র বহুতে হাসে, বহুতে লাঠির মজুদ রাখিতেছে, বিতর্কিতরাই ঘাঁটি গাড়ছে। ইউপি নির্বাচন লইয়া দেশের যেই চিত্র তয় জাতীয়র অবস্থা কি হইবে। রাজনীতিতো অর্থ আর পেশী শক্তিতে বন্ধী হইতেছে। স্বাস্থ্যের চুরি যাওয়া নথির নাকি হদিস নাই। কোভিট-১৯ আছে নাই আবারো জালিয়াত সনদ। মির্জাপুরে কুমুদিনি হাসপাতালে পুত্র সন্তানের পরিবর্তে নাকি কন্যা, তাইজ্জব কান্ড, উপরওয়ালার দেওয়া সম্পদ পাল্টায় কিভাবে। ধর্ষণ নির্যাতনতো বন্ধ নাই, ভোলায় গৃহবধুরে ঘর থেকে তুলিয়া নিয়া ধর্ষণ। হাবিব দাদু কহিলো কিছু পুলিশের বেপরোয়া অপরাধ সুনাম নষ্ট করিতেছে। দলীয় নেতৃত্ব কর্তৃত্ব লইয়া বেগমগঞ্জে তলে তলে তুষের আগুন জ্বলিতেছে।
নানান কিচিমের ফন্ধি আঁটাইয়া দেশের অসহায়গোর হাজার হাজার কুটি টাকা নাই হইয়াছে। চোরের দল ডিজিটালরে আকামে ব্যবহার করিয়া ই-কমার্স চালাইয়া রাতারাতিই দাদু-দিদিগোর কুটি কুটি টাকা ফুরুত। ই-কমার্সের কাইজ কামেতো মনে হইতেছে আইনও নাই ফাইনও নাই, না হইলে দেশের টাকা পাচার হইতেছে কিভাবে। গ্রামীণ ব্যাংকও নাকি সাতষট্টি কুটি টাকা ফাঁকি মারিয়াছে। রেলের টাকাও লুট হইতেছে। ঢাকার মাদককারবারীর সংখ্যা দেখিয়াতো বহুতে চমকিয়া উঠিতেছে। স্বরাষ্ট্র দাদুর জিরো টলারেন্স ফোকাস কি। বিএসএফর গুলিতে দুজন হত, ভারত কথা রাখে নাই নাকি আমাগো দায়িরত্বগোর কথার মুল্য নাই। চুয়াডাঙ্গায় বিচার শেষ হইবার আগেই নাকি দুই আসামীর ফাঁসি, এইসব কি হইতেছে। রোহিঙ্গ্যা ক্যাম্পে কঠোর নজর রাখিতে আদেশ করেন।
মা’গো চাঁটগার চমেকে হুট করিয়া লাঠিসোঁটার সমাগম হইলো কিভাবে। কক্সবাজারে যুবলীগ নেতার হত্যা চেষ্টার অভিযোগ লইয়া জেলা আমামীলীগের সাধারন সম্পাদকের বিরুদ্ধে মামলা। বোয়ালখালীতে অ.লীগের বর্ধিত সভায় চেয়ারে বসা লইয়াও দুই গ্রুপে চড়া। সাড়ে তিন কুটি টাকার আফিম লইয়া রাঙ্গুনিয়ার বাবু। চেয়ারমন প্রার্থী অধ্যক্ষ শাহ আলমের হুমকী তাইনেরে ভোট না দিলে কবরেও জায়গা নাই, তাইজ্জব দুনিয়ায় বসবাস।
মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্ব শক্তিধর করোনা-১৯। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।
মা’জননীগো এই শোকের মাসে জাতির পিতারে প্রাণভরে শ্রদ্ধা ও ভালোবাস। জাতি বঙ্গমাতারে শ্রদ্ধার সাথে স্মরন করিয়াছে জন্মদিন পালন করিয়াছে। জাতিরে যারা অন্ধকারে নিমজ্জিত করিতে চাহে তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কাজে লাগিবে, কথা হইলো আপনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।
ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা এস.এস.বি.এম, তারিখ- ৭নভেম্বর, ২০২১ খ্রীঃ