[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে ১০ ওয়াকিটকি সহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীবান্দরবানের লামায় সাড়ে ৬ লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসখাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতারদীঘিনালায় নবাগত ইউএনও শান্তি ও উন্নয়নে সবার সহযোগীতা চাইলেনবান্দরবানের আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটকদীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেলখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচল
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন ও ২৮ বুদ্ধ পূজা উদ্বোধন

৭৫

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা হেডম্যানপাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন ও ২৮ বুদ্ধ পূজা উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকাল ৫ টায় সিঙিনালা হেডম্যানপাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মৈত্রীপুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ইন্দাচরিয়া ভিক্ষু।

প্রধান অতিথি ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুবাছড়ি হেডম্যান খ্যাচিং চৌধুরী, সিঙিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উষাপ্রু মারমা, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংরে মারমা, সাবেক মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমা, নীল রঞ্জন চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পঞ্চশীল গ্রহন, উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে ভিক্ষুসংঘের ধর্মীয় দেশনা প্রদান, সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়। স্থানীয় বৌদ্ধ নেতৃবৃন্দরা বলেন, গৌতম বুদ্ধের সময় বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হলে তার কেশ ধাতু স্বর্গের দেবতারা কেশধাতুর চুলা মনি চৈত্যকে পূজা করেন। এমন বিশ্বাস থেকে মর্ত্যলোকের বুদ্ধ পূজারীরা স্বর্গের সেই চুলা মনি চৈত্যকে উদ্দেশ্য করে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন করে থাকেন। এই বিহারেও আজ থেকে আগামি ৪ ডিসেম্বর পর্যন্ত একমাস ব্যাপী এ অনুষ্ঠান চলতে থাকবে বলে জানান নেতৃবৃন্দরা।