কাপ্তাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
গ্রীন হাউস ক্ষতির কারনে বিভিন্ন সময়ে দূর্যোগের সৃষ্টি হচ্ছে
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
“মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই ফায়ার ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) কাপ্তাই ফায়ার স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সপ্তাহটির তাৎপর্য তুলে ধরে বলেন, পৃথিবীতে প্রাকৃতিক ও গ্রীন হাউস ক্ষতির কারনে বিভিন্ন সময়ে দূর্যোগের সৃষ্টি হচ্ছে। বিশেষ অতিথি ইউএনও ১৯৯১ সালের দূর্যোগের কথা স্মরন করে বলেন, সেসময় দূর্যোগ মোকাবেলায় আমাদের কোন প্রস্তুতি ছিলনা বলেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের সদস্যদের তত্ত্বাবধানে সংক্ষিপ্ত অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুল মান্নান আনসারীসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের সপ্তাহটি বৃহস্পতিবার থেকে আগামী ৬ নভেম্বর ২০২১ পর্যন্ত চলবে।
অনুষ্ঠানের শুরুতে প্যারেড গ্রাউন্ডে স্টেশন অফিসার ও ওয়্যার হাউজ পরিদর্শক মোঃ নূরুল করিমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কন্টিনজেন্ট আগত অতিথিবৃন্দকে সালাম জানানোসহ প্যারেড গ্রাউন্ডে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। এসময় প্রধান অতিথি সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।