মানিকছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
কিছু গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করতে পার্বত্য অঞ্চলের উন্নয়নে বাধা সৃষ্টি করছে: মন্ত্রী বীর বাহাদুর
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
শুধু শিক্ষিত হলেই হবে না সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার লক্ষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর শান্তি চুক্তি করা হয়। তারপরও কিছু গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করতে পাহাড়ে খুন, গুম ও চাঁদাবাজির মত নানা অপকর্ম চালিয়ে এ অঞ্চলে উন্নয়নে বাধা সৃষ্টি করছে। বৃহস্পতিবার (৪নভেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদনী। বিশেষ অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত সাংসদ বাসন্তি চাকমা, তিন পার্বত্য জেলা উনয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দ্রু চৌধুরীসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরো বলেন, যদি সমস্যা থাকে তাহলে তা সমাধানের উপায় খুঁজে বের করুন। তবুও পাহাড়ের শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা করবেন না। আমাদের পরিচয় আমরা সকলেই পার্বত্যবাসী। বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারি চাকুরীজীবী থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বর্তমান সরকারের আমলে পার্বত্য অঞ্চলে যত উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকার আমলে হয়নি। পরে উপজেলা পরিষদের পাশে অবস্থিত শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপজেলা টাউন হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় উপজেলার ১২০ অসহায়-দুঃস্থ পরিবাবের মাঝে সেলাই মেশিন, ছাগল ও স্প্রে মেশিন বিতরণ করবেন তিনি।