আলীকদমে সেনা অভিযানে ১০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ স্বামী- স্ত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর ) সন্ধ্যায় চৈক্ষ্যং ইউনিয়নের ফুটের ঝিড়ি এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মোঃ দিদার (৩২) ও রিজিয়া বেগম (২৮)। আটককৃতরা ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পুটের ঝিরির এলাকার বাসিন্দা।
স্থানীয় ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, বিক্রির জন্য মজুদ করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটের ঝিরি অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে ১০ হাজার ইয়াবা, ৩ টি হ্যান্ডসেট মোবাইল,নগত ১৬৯৫ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবাসহ আটক দম্পতিকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) মোঃ শফিকুর রহমান বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।