মহালছড়িতে আওয়ামীলীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হচ্ছেন রুপেন্দু দেওয়ান
॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হচ্ছেন ক্ষমতাসীন দলের প্রার্থী রুপেন্দু দেওয়ান। মঙ্গলবার(২ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ক্যায়াংঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী রুপেন্দু দেওয়ান এর মনোনয়ন পত্র ছাড়া কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি। ক্যায়াংঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে রুপেন্দু দেওয়ান বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২ নভেম্বর মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ক্যায়াংঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে মাত্র একজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। যাচাই বাছাইয়ে কোন ত্রুটি না হলে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় রুপেন্দু দেওয়ান চেয়ারম্যান হতে পারেন।
নির্বাচন কমিশনের ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২ নভেম্বর. মনোনয়ন পত্র যাচাই বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ২৮ নভেম্বর ভোট গ্রহন।