বান্দরবানে অস্ত্র মামলায় এক আসামীর ১৫ বছরের সশ্রম কারাদন্ড
॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
অস্ত্র মামলায় বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালত এক আসামীকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। ২০১১ সালের এ মামলার বিচারিক কাজ শেষে বুধবার (৩নভেম্বর) মামলার রায়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবু হানিফ এর আদালত এ রায় দেন। এ সময় আসামী সাচি মং মার্মা উপস্থিত ছিলেন।
মামলার সুত্রে জানা যায়, ২০১১সালের ৩ জুলাই বান্দরবানে সেনাবাহিনী, পুলিশ ও আনসারের একটি দল বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডুলুপাড়া আর্মি ক্যাম্পের পশ্চিমে চাকমা পাড়ায় পিছনে নিয়মিত টহল দেয়ার সময় টহল দলকে দেখে পালানোর সাচি মং মার্মাকে আটক করে। এ সময় টহল দল তাকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করলে পরে তার স্বীকারোক্তি মোতাবেক পলিথিন ও চাদর মোড়ানো মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি পুরাতন সচল রাইফেল, তাজা গুলি, ২টি ফুল হাতা সেনাবাহিনীর অনুরূপ কম্বাট শার্ট, ১টি ফুল হাতা কম্বাট প্যান্ট, জলপাই ও গাঢ় নীল রংয়ের গুলি ও ম্যাগাজিন রাখার বান্ডুলারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে বান্দরবান থানায় একটি মামলা দায়ের করা হয়।
আদালত সুত্র জানায়, এ মামলায় বিচারিক আদালত বিচার কার্য শেষে আসামী সাচি মং মার্মাকে ১৫বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। বুধবার (৩ নভেম্বর) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবু হানিফ এর আদালত এই রায় প্রদান করেন। রায়ে দন্ডপ্রাপ্ত আসামির হাজতবাসকালে তার উপর আরোপিত দন্ড হতে বিয়োজন হবে বলে ও নির্দেশনা দেয়া হয়। এ সময় আসামী সাচি মং মার্মা উপস্থিত ছিলেন তার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কমলাছড়ি। তার পিতার নাম অংক্যহ্লা মার্মা বলে জানা গেছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপন কুমার দাশ এবং আসামি পক্ষের আইনজিিব ছিলিনে এডভোকেট মোঃ ইকবাল করিম।