মানবাধিকার সংগঠন সহ নারী কোথায়!
কলেজ ছাত্রী পূর্ণিমা চাকমা ধর্ষণ ও হত্যার সুষ্ঠ বিচার দাবি: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা চাকমা হত্যার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ হতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুধবার সকালে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সদস্য সচিব মোঃ মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহা সচিব মোঃ আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ-সভাপতি নাদিরুজ্জামান, কাজী জালোয়া। বক্তব্য রাখেন মহিলা পরিষদ নেত্রী মোরশেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিঃ সহ-সভাপতি মোঃ হাবিব আজম, তাজুল, শরিফা প্রমুখ।
বক্তারা বলেন, গত (শুক্রবার) ২৯ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দে রাঙ্গামাটিতে ১৯ বয়স বয়সী পূর্ণিমা চাকমা নামে এক কলেজ ছাত্রী স্বজাতি কর্তৃক ধর্ষিত হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়।
কলেজছাত্রী পূর্ণিমা চাকমা জেলার জুরাছড়ি উপজেলার ৪ নং দুমদুম্য ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বগাহালি এলাকার সাধন চাকমার মেয়ে। সে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পূর্ণিমা চাকমা রাঙ্গামাটি শহরে রাজবাড়ি এলাকায় এক প্রভাবশালী জেএসএস নেতার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। তিনি যে বাসায় ভাড়া থাকেন সেই বাড়ির মালিক জেএসএস সন্তু গ্রুপের নেতা। বাসার মালিক কৃর্তক বারবার যৌন হয়রানি হয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ঐ বাসার মালিক আত্মগোপেন রয়েছে।
পূর্ণিমা চাকমাকে যৌন হয়রানি ও একাধিকবার ধর্ষণ করা হয়। পূর্ণিমা চাকমা ধর্ষণের কথা প্রকাশ করে দিবে এইভেবে তাকে হত্যা করে তার মরদেহ গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়। এবং পরবর্তীতে ঘটনার ধামাচাপা দিতে আবার চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালেও নিয়ে যায়। যা থেকে সবাই ভাববে পূর্ণিমা চাকমা আত্মতহত্যা করেছে, পরিবারের পক্ষ থেকে এমনই অভিযোগ করা হয়।
এদিকে পূর্ণিমা চাকমার দরিদ্র পরিবারের উপর আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের প্রবল চাপের মুখে পরিবারের সদস্যরা মুখ খুলতে ভয় পাচ্ছে। বাংলাদেশে মানবাধিকার সংগঠন সহ যারা নারী নির্যাতনের বিষয়ে ও উপজাতিদের অধিকার নিয়ে সোচ্চার সবাই এখন চুপ, কোন প্রতিবাদ করেনি।
মেয়েটি চাকমা সম্প্রদায়ের। তাদের রাখাইন রাণী ইয়ান ইয়ান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল উইমেন পিএস বিল্ডিং অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন। পাহাড়ের যেকোনো নারী নির্যাতনের ক্ষেত্রে তিনি অত্যন্ত সোচ্চার। তবে তিনি সেই সব অভিযোগ নিয়ে সোচ্চার হন যেখানে অভিযুক্ত হিসেবে বাঙালি ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আঙুল তোলা হয়। কিন্তু তার বাড়ির পাশে, তারই প্রজা পূর্ণিমা চাকমা ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে চাকমা রাজার রাখাইন বউ ইয়ান ইয়ান কে খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি বাসন্তি চাকমা, বাঞ্ছিতা দেওয়ান, নিরুপা দেওয়ান, সুস্মিতা চাকমা, ডলি প্রু চৌধুরীর মত মানবাধিকার নেত্রী দের। ফলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে আজ।
বক্তরা জোর দাবী জানিয়ে বলেন, পূর্ণিমা চাকমার লাশের সঠিক ময়নাতদন্ত করে, সত্য ঘটনা উন্মোচন করার জন্য জোর দাবী জানাচ্ছি। সে সাথে বাসার মালিক ধর্ষক ও হত্যাকারী জড়িত জেএসএস নেতার দ্রুত আইনের আওতায় বিচারের দাবি জানাচ্ছি।