শ্রীমৎ উ পঞঞা চককা মহাথেরোকে ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরীর সংবর্ধনা
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
“দি ওয়াল্ড বুদ্ধ সেবক সংঘ’র প্রতিষ্ঠাতা শ্রীমৎ উ পঞঞা জোত মহাথেরো এর প্রধান শিষ্য শ্রীমৎ উ পঞঞা চককা মহাথেরো এর মহালছড়ি উপজেলার সিঙিনালা গ্রামে আগমন উপলক্ষে কাপ্তাই পাড়া গ্রামবাসীর পক্ষে সংবর্ধনা প্রদান করেন মহাছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী।
সোমবার (১ নভেম্বর ) সকালে সিঙিনালা ভুইগ্রীতং বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে কাপ্তাই পাড়া গ্রাম বাসীর পক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী বলেন, পরম পূজ্য শ্রীমৎ উ পঞঞা জোত মহাথেরো’র প্রধান শিষ্য শ্রীমৎ উ পঞঞা চককা মহাথেরো ধর্মীয় গুরুকে সংবর্ধনা দিতে পেরে নিজেকে ভাগ্যমান মনে করছি। যা সহজে এধরণের সুযোগ যার তার ভাগ্য জুটেনা। উ পঞঞা চককা মহাথেরো সিঙিনালা ভুঁইগ্রীতং মহাম্রেমনি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানে প্রধান সংঘ নায়ক হিসেবে যোগ দিতে মহালছড়িতে এসেছেন।