মহালছড়ি বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আওয়ামীলীগ এর ৩ প্রার্থীর মনোনয়ন জমা
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আওয়ামীলীগ এর ৩ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন।
সোমবার (১ নভেম্বর) সকালে দলীয় প্রার্থীরা বিশাল শোডাউনের মাধ্যমে রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীরা হলেন, মহালছড়ি সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল, মাইসছড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি গিয়াস উদ্দিন লিডার ও মুবাছড়ি ইউনিয়নে কংজরী মারমা। ৩ ইউনিয়ননের সহস্রাধিক সমর্থক ও নেতাকর্মীসহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রিটার্নিং অফিসার ও মহালছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা মনোনয়ন পত্র গ্রহন করেছেন ।
রিটার্নিং অফিসার সুসমিকা চাকমা জানান, কোন ইউনিয়নে কতজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন চুড়ান্তভাবে আগামী ২ নভেম্বর সন্ধ্যায় বলা যাবে।