রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের জেনালে সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরিক্ষা ০১নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার (৩১অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষায় ৬৭৬ পরিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ‘সি’ ইউনিটের অধীনে বিজনেজ স্টাডিজ অনুষদভুক্ত ম্যানেজমেন্ট বিভাগে ৫০ টি আসন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৫ টি আসন রয়েছে।