[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমী’র যাত্রা শুরু

অতীত আশ্রয়ণ না হয়ে সামনে এগিয়ে যেতে হবে : দীপংকর তালুকদার এমপি

৪৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ফুটবলকে এগিয়ে নিতে অতীত আশ্রয়ণ না হয়ে সামনে এগিয়ে যেতে হবে। অতীতে রাঙ্গামাটির অনেক ফুটবলারা জাতীয় দলের হয়ে মাঠ দাঁপিয়ে বেড়েছেন। যারা নামে এ স্টেডিয়ামটি মারী স্টেডিয়াম মারীর কথা বলা যায়। তিনি পাকিস্থানের জাতীয় দলের হয়ে খেলেছেন। এরপর এসেছেন,অরুন,বরুন, কিংসু এবং বিপ্লব মারমা এরাও এক সময় মাঠ দাঁপিয়ে বেড়েছেন। এরা আমাদের গৌরব। এ গৌরবটা আরো গৌরবমন্ডিত করার জন্য আমরা একসাথে পথ চলবো।

রবিবার (৩১ অক্টোবর) বিকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে ‘রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা সকলে হামাগুড়ি দিয়ে শুরু করলে এক সময় হয়তো হাঁটতে পারবো, হাঁটতে গিয়ে হয়তো এক সময় দৌঁড়াতেও পারবো। হয়তো বা আমাদের উড়ন্ত সূচনা হবে না। কিন্তু আমরা সব শেষে বিজয়ের হাসিটা হাসবো,তখন কিন্তু আমাদের উড়ন্ত সমাপ্তি হতে পারে। আমরা উড়তে পারবো। সুতারাং, আমরা যেন সকলে মিলে হামাগুড়ি দিয়ে শুরু করি।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান(পিএসসি),রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলা আনসার কমান্ড্যান্ট ফয়জুল বারী এবং রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ দীপ্ত হান্নান।

আলোচনা শেষে অতিথিরা বেলুন উড়িয়ে রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমী’র শুভ উদ্বোধন করেন।