[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভায় বক্তরা

মাদক ও সামাজিক অপরাধমূলক কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান

৬৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে মানিকছড়ি থানা হল রুমে এসআই মোঃ আক্কাস আলী’র সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশি কমিটির সভাপতি এম এ রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহানূর আলম।

এ সময় মানিকছড়ি  উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, সহকারী পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা কমিউনিটি পুলিশি কমিটির সাধারণ সম্পাদক সজর বরন সেন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, ক্যয়জরী মহাজন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন বাজার পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদক, সমাজ পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইয়াবা নামক মাদকে সব বয়সী মানুষ আসক্ত হয়ে পড়ছে। মাদকের এ করাল গ্রাসে যুবক থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষারাও বাদ পড়েনি। করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় মাদকের পাশাপাশি মোবাইলের গেমসের প্রতিও ঝুঁকেছে বহু কিশোর। যার ফলে সকাল থেকে শুরু করে বিকেল-সন্ধা ও রাতের আধারে রাস্তার পাশে মোবাইলে গেমস খেলতে দেখা যায় অসংখ্য শিক্ষার্থীকে। পাশাপাশি বেড়েছে সামাজিক অবক্ষয়। এ সমস্যা দূরীকরণে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে যে সকল ব্যক্তিরা নেতৃত্ব দিয়ে থাকে তাদের সকলকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার পাশাপাশি মাদক ও সামাজিক নানা অপরাধমূলক কর্মকান্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহব্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, পুলিশের একার পক্ষে সমাজের সকল প্রকার অপরাধ দমন করা সম্ভব না। তবে সমাজের সব শ্রেণির সকল পেশার মানষ যদি পুলিশকে সহায়তা করলে সমাজ থেকে অন্যায় অপরাধ কমে যাবে। সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে।