দীঘিনালায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই স্লোগানকে ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালন করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) দীঘিনালা থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালি হয় এতে কমিউনিটি পুলিশিং এর সদস্যরা ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, পুলিশিং ডে এর সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন। দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা স্বর্ণা, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইসচার্জ একে এম পেয়ার আহমেদ প্রমূখ।
বক্তরা বলেন, পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং এর বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবারে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়ে আসছে।