আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনীর (২৩ বীর) সেনাজোন কর্তৃক গোপন সংবাদের মাধ্যমে অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ ইয়াংঅং ম্রোকে আটক করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে চৈক্ষ্যং ইউনিয়নের কাঁকড়া ঝিড়ি এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে ইয়াংঅং ম্রো করুকপাতা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও সেনা বাহিনী সূত্রে জানা যায়, বিক্রির প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁকড়ার ঝিরি অভিযান চালায় সেনাবাহিনী। এসময় তল্লাশি করে ৪ হাজার ইয়াবাসহ ইয়াংঅং ম্রোকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবাসহ আটক ইয়াংঅং ম্রোকে আলীকদম থানায় হস্তান্তর করা হবে।
এবিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন সরকার বলেন, হস্তান্তরে পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।