কাপ্তাইয়ে অস্ত্র সহ সন্ত্রাসী আটক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলায় অস্ত্র সহ আপন জুটি তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি। সোমবার (২৫) রাতে উপজেলার ওয়া¹া ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকা থেকে কাপ্তাই ৪১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুকিমারা সিআইও ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, আটককৃত সন্ত্রাসী থেকে দেশীয় তৈরী পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং অস্ত্র তৈরীর সরঞ্জামসহ উদ্ধার করা হয়। আটককৃত আপন জুটি তঞ্চঙ্গ্যা উপজেলার ওয়া¹া ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকার কিলামনি তঞ্চঙ্গ্যার ছেলে।
এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪১বিজিবি সোমবার রাত ৮টায় সন্ত্রাসী আপন জুটি তঞ্চঙ্গ্যাকে অস্ত্র ও কার্তুজসহ তাদের নিকট হস্তান্তর করেছে। মঙ্গলবার (২৬অক্টোবর) সকাল ১০টায় অস্ত্র আইনে মামলা করে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।