থানচিতে ১শত ৬০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল- বিএনকেএস
॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥
“ছেলে- মেয়ে বিবেদ নাই, সবার জন্য শিক্ষা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচি’র বলিপাড়া ইউনিয়নের মানুষের জন্য ফাউন্ডেশন ও এফসিডিও মাধ্যমে ইউকেএইড অর্থায়নে বিএনকেএস পরিচালিত অপরাজিতা- ইপিআর প্রকল্পের আয়োজনে শিক্ষা উপকরণ ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বলি পাড়া বিএনকেএস অফিস প্রাঙ্গনে বিএনকেএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর উবানু মারমা সংঞ্চালনায় কর্মসূচি পরিচালক পেশল চাকমা সভাপতিত্বে শিক্ষা উপকরণ ও চেক বিতরণের ১শত ৬০ জন কোমলমতি শিশুদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম ও জ্যামিতি বক্স এবং ২১টি নারীর দলের নিকট ২০হাজার টাকা চেক প্রদান করা হয়। এসময় (বিএনকেএস) এর অপরাজিতা- ইপিআর প্রকল্পের কো-অর্ডিনেটর লাল লিম বম প্রকল্প কার্যক্রম সম্পর্কে ধারনা পত্র উপস্থাপনা করেন।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ, উপজেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াঅং মারমা, হেডম্যান মংপ্রু মারমা, হেডম্যান বাথোয়াইচিং মারমা প্রমূখ।
এছাড়াও (বিএনকেএস) সিনিয়র অফিসার ভানুনসিয়াম বম, একাউন্ট অফিসার নীলা সুলতানা, চাইসামং মারমা, ডাঃ উবাথোয়াই মারমাসহ কর্মকর্তা, কর্মচারীগণ, নারীর দল ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, থানচি উপজেলাতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে (বিএনকেএস) প্রকল্পে কার্যক্রম সমূহ প্রশংসা দাবিদার রাখে। শিশুর জন্মের সাথে সাথে সকলে জন্মনিবন্ধন নিশ্চিত করতে জোর দেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদেরও অবদান কমতি নয়। মেয়ে শিশুদের শিক্ষা বিস্তারের অগ্রাধিকার দেয়ার জন্য সকল অভিভাবকদের সচেতন বৃদ্ধির গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, উপজেলায় বিবাহ রেজিষ্ট্রেশন, বাল্যবিবাহসহ নির্যাতন ও শিশুশ্রম প্রতিরোধের বিষয়ে গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে। এবং শিক্ষাকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নের অগ্রগামী ভূমিকার পালনে সকলকে আহব্বান জানান ।