জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ক রাঙ্গামাটিতে দু’দিনব্যাপী কর্মশালা শুরু
॥ নিজস্ব প্রতিবেদক ॥
জনস্থানে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গামাটিতে দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন জীবন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) এর সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা উদ্ধোধন করেন, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জীবন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ-জাহিদ (মিকি),ভার্চুয়াল মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক সুষ্মিতা পাইক। এছাড়াও সিআরআই’র এসিস্ট্যান্ট কোওর্ডিনেটর ইসরাত ফারজানা তন্নী অংশগ্রহণকারী তরুণদের সাথে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন। কর্মশালায় সেশন পরিচালনা করেন, সিআরআই’র এসোসিয়েট কোওর্ডিনেটর হাবিবুর রহমান ও প্রকৌশলী সাইদা জান্নাত ও যুব বাংলার জওয়াং রাখাইন।
এসময় কর্মশালায় জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ক দক্ষতা উন্নয়নে নানা বিষয় তুলে ধরার পাশাপাশি নারী বান্ধব জনস্থান বিনির্মাণের দিকে গুরুত্বারোপ করা হয়।
কর্মশালা উদ্ধোধনকালে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, পার্বত্যাঞ্চলে জীবন ইয়ুথ ফাউন্ডেশনের কার্যক্রম অন্য অন্য স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কিছুটা ব্যতিক্রম। যেটি সারা বাংলাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও অবস্থান তৈরি করেছে। তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা দূর করতে হলে মানুষের প্রথমে মন মানসিকতা পরিবর্তন আনতে হবে এবং মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।