[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় ঈদে মিলাদুন্নবী(স:) উপলক্ষ্যে জশনে জুলুস

৪০

॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥

বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা ও পৌর কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত এ জশনে জুলুসের আয়োজন করে।

বুধবার (২০ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল বর্ণাঢ্য জশনে জুলুস শোভাযাত্র শুরু হয়ে মাটিরাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়।

জশনে জুলুস উপলক্ষে সকাল থেকেই মাটিরাঙ্গার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিলসহকারে নানা রঙ বেরঙের ব্যানার ফ্যাস্টুন নিয়ে হাজারো ধর্মপ্রাণ মুসলমান হাজির হন মাটিরাঙ্গা উপজেলার প্রাণ কেন্দ্রে।

বর্ণাঢ্য র‌্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,জামেয়া আহামদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী এয়ার আহাম্মেদ জামসেদ’র সঞ্চালনায়,আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মাটিরাঙ্গা শাখার সভাপতি মাওলানা মুফতি আবুবক্কর ছিদ্দিক’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,বিশেষ অতিথী হিসেবে ভাইস চেয়ারম্যান মো.আনিচ্ছুজ্জামান ডালিম প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মহানবী হযরত মুহাম্মদ (সা:) আমাদের শ্রেষ্ঠ আদর্শ উল্লেখ করে বলেন, একমাত্র তাঁর আদর্শ অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই ইহকালীন ও পরকালীন জীবনের মুক্তি পাওয়া সম্ভব।

বাংলাদেশ গাউসিয়া কমিটি মাটিরাংগা উপজেলা শাখার সদস্য মাও:আবু হানিফ নোমানী,মধ্য মুসলিম পাড়া মসজিদের ইমাম মাও: ইউসুফ আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক মো.নাজমুল হোসেন,মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক মাও:নজির আহাম্মেদ,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।

জশনে জুলুস ও আলোচনা সভা শেষে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়। একই সময়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলীর দিক নিদের্শনায় সার্বিক নির্রাপত্তার দায়িত্বে মাটিরাঙ্গা থানা পুলিশ।