নাইক্ষ্যংছড়িতে অর্ধগলিত অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার
॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর পশ্চিমকুল খাল থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত ভাসমান অবস্থায় অজ্ঞাত এ নারীর মৃতদেহটি উদ্ধার করে। যার অনুমানিক বয়স ৩০। উদ্ধার হওয়া মৃতদেহটির তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।