[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় ঈদ এ মিলাদুন্নবী উদযাপন

৩৮

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

দীঘিনালায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে জুলুস ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। বুধবার (২০অক্টোবর) সকাল ৯টায় দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত উদ্যোগে কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদরাসা মাঠ থেকে পবিত্র ঈদ এ মিলাদুন্নবীর জসনে জুলুসে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন ইসলামি সুন্নি সংগঠন নিজ নিজ ব্যানারে নিয়ে অংশ নেয়। র‌্যালিটি দীঘিনালা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাউছুল আজম কমপ্লেক্স জামের মসজিদ এর সামনে এসে শেষ হয়।

পরে দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সভাপতি মাওলানা মোঃ আসলাম উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর উপদেষ্ঠা মোঃ জয়নাল আবেদিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামের পেশ ইমাম মাওলানা মো: আবদুচ ছবুর, দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত সাংগঠনিক সম্পাদক মাওনালা মো: শাহ জাহান সিরাজী প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, সারা দেশে আজ রাষ্ট্রীয় ভাবে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী পালন হচ্ছে। বিশ্ব নবী মুহম্মদ(স:) পৃথিবীতে আগমন হয়েছেন শান্তির বার্তা নিয়ে। নবীজীর জীবনী ধারণ করে আমাদের সবার চলা উচিত। তাহলে সকলে মধ্যে ভাত্যৃত ভোধ সৃষ্টি হবে। আলোচনা সভা শেষে মহা নবী হযরত মুহাম্মদ(স:) এর দুরূদ সালাম কিয়াম এর মধ্যে দিয়ে শেষ করা হয়।