পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৫৩
পূর্বের চেয়ারমন দাদুরাতো ফ্ল্যাগও উড়াইয়াছে, চলচিত্র জগতে বহুত লুইচ্চা, বদমাইশ, মদদী, গাজাটি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপুনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৫৩ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্র বানাইবেন।
শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো আমি অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি পক্ষও অপক্ষে গড়াইতেছে। মা’রে পার্বত্য চট্টগ্রামেও আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বহুতে দৌঁড়াইতেছে আবার সন্ত্রাসীরাও বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদের দলাদলী বলাবলি লইয়া জীবন সাঙ্গের গননায় যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে খালি মিনতি জানাইতেছে। যাউ¹া, এইবার পর আলোচনা সমালোচনা হইলো….
মা’জননীগো, ক্ষেমতারে ললিপপ ভাবিয়া পাহাড়েতো কে কারে লটকাইবে, পটকাইবে, ছিটকাইবে এইসব লইয়া খালি ছক কাটে। নির্বাচন আসিলেই চেয়ার ছোট হউক, বড় হউক বাকীদের পাশে ভিড়িতেও দিতে চাহে না। জুলু দাদু কহিলো আমাগো দেশে নাকি বহু পুতিষ্ঠান আছে টাকা লইয়া পুরিস্কার দেয় পুরস্কৃতরা কি সৎ অসৎ বিচরাইয়াও চাহে না। আজীবন হিংসারে মনে প্রাণে ধারণ করিয়া বহুতে নিজেই নিজের গুনকীর্তন গাইয়া পুরস্কার পাইতে থালা লইয়া নামিয়াছে। তয় বহুতে ছক কাটিয়া ফটক বানাইয়া তলে তলে নিক্ষেপ করিতেছে। লোভ-দ্বেষ-মোহরে কাজে লাগাইয়া ভিন দলের লুটেরাচক্র আমামীলীগে জায়গা করিতেছে। আমাগো বরণ দাদু কহিলো ডাক্তার দেখাইতে আসিয়া গেল ১৫ সেপ্টেম্বর মাদার ডিস্ট্রিক্টের বরকল পাহাড়ের লালতং পাংখোয়ারে ডিবি পরিচয় দিয়া শহরের প্রাণ কেন্দ্র রিজার্ভ বাজারের আবাসিক হোটল হইতে গাইব করিয়াছে। লালতঙয়ের অর্ধাঙ্গীনি জিনপরী পাংখোয়া স্বামীরে পাইতে বাচ্ছাকাচ্ছা লইয়া আপুনার দরবারে আঁছল পাতিয়াছে। মা’গো বহুত অভাগা আভাগিনী রহিয়াছে যাগোর ফাটা কপাল জিনপরীর মতন। পর্বতে এমুন জঘন্য আকাম চলিলেও পাহাড়ের দাদু দিদিরা সরকার দল, বিরোধী দল, আঞ্চলিক দল বহুতের মূখে কূলুপ কেন কুইশান করিতেছে।
মা’গো পাহাড়ের পিছু পড়া জনগুষ্টির দাদু-দিদিগোর উন্নয়ন আর শিক্ষিত বানাইতে অবদানের দাবিদার উন্নয়ন বোর্ড লইয়া ভাবিবেন। এখুন কানাঘুষো হইতেছে গেল দাদুগোর কাইজ কামে আগ্রম-বাগ্রম রহিয়াছে। বোর্ডের স্মল-বিগ দাদু-দিদিরা কহিলো অধিকাংশ সময় রাজধানীতে বসিয়া বোর্ড চালাইয়াছে। অসহায়রা আসিলেও সাক্ষাতও পাইতো না। তয় এখন দেখি নিখিল দাদু লেবার কুলির সাথেও হ্যান্ডসেক করিতেছে। অসহায়রা তাইনের কাছে হাত পাতিলেই হাতে সন্ধির নোট উঠিতেছে। আলী দাদু কহিলো বোর্ডে নাকি প্রাণচাঞ্চল্যতা ফিরিয়াছে, নিখিল দাদুরে পাইয়া সাধারণ, অসাধারণ পাড়ের বহুতে পাইলেও খুশি না পাইলেও খুশি অবস্থা। পূর্বের চেয়ারমন দাদুরাতো ফ্ল্যাগও উড়াইয়াছে তাইনের বেলায় এমুন কেন হইলো পাহাড়ের দাদু-দিদিরা কুইশান তুলিয়াছে, বিষয় খানা একবার ভাবিয়া দেখিবেন। আমাগো আকাশ জেঠা কহিলো মুন্ত্রী বীর দাদু নাকি উন্নয়নেও বাহাদুর। তাইনের জেলার আনাচে কানাচে উন্নয়নের জোয়ার। তয় মনে চমচম হইতেছে মাদক চোরাকারবাড়ীগোর আকামে। রানা দাদু কহিলো আমাগো শরনার্থীর টাস্কফোর্স চেয়ারমন কুজেন দাদু নাকি বাজেট সংকটে ভুগিতেছে। পাহাড় উন্নয়নে আপুনার কৃপনতা নাই, রানা দাদুর বয়ানেতো পাহাড়ী দাদুর মাথাও আওলাঝাওলা লাগিতেছে, না জানি যদি জট লাই¹া যায়।
মা’গো দেশের উন্নয়ন বিরোধী চক্রতো চাঁটের মতন লাগিয়াছে। দেশের ধর্মপ্রাণ দাদু-দিদিগোর ধর্মীয় মহা উৎসব লইয়া চক্রান্ত চরম আকার ধারণ করিতে মহা চেষ্টা চালাইতেছে। কুমিল্লার সম্প্রীতির ইতিহাস ঐতিহ্যরে কালি লেপন করিয়াছে। আমাগো ধর্মপ্রাণ মুসল্লি দাদুরা জঘন্য কাজের চরম বিচার দাবি করিয়াছে। দেশের উন্নয়ন, সম্প্রীতি বিরোধীদের ধরিয়া চেয়ারাচুরুত তুলিয়া ধরেন। প্রতি জেলায় জেলায় মানবতা বিরোধী ট্রাইব্যুনালের শাখা গঠন করেন। স্বরাষ্ট্র,পররাষ্ট্র মুন্ত্রীগোরে শক্ত হইতে আদেশ করেন। নান দাদু কহিলো জনবল সংকটে দেশের স্বাস্থ্য পুতিষ্ঠান গুলোতে সেবা বঞ্চিত দেশের দাদু-দিদিরা। শুল্ক কমে তয় দামতো কমে না পেয়াজ, তেল, মরিচ, চিনি লইয়াও টানাটানি। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পিছনের নাটের গুরুদের খবর জানিতে চাহে। দেশের উন্নয়ন অগ্রগতি লইয়া আপুনার ভিন দেশ ভ্রমণ লইয়া বহুতে অখুশি। বিদেশের মাটিতেও চরম ষড়যন্ত্র চলিতেছে। মা’গো রক্তচোষা জোঁকের দল বধ্ করিতে শক্তই থাকিতে হইবে।
মা’জননী, লুটেরার দল দেশে আঁট-ঘাঁট বান্ধিয়া লাইন ধরিয়া লুট চালাইতেছে। নানান কিচিমের ফন্ধি আঁটাইয়া দেশের অসহায়গোর হাজার হাজার কুটি টাকা নাই হইয়াছে। চোরের দল ডিজিটালরে আকামে ব্যবহার করিয়া ই-কমার্স চালাইয়া রাতারাতিই দাদু-দিদিগোর কুটি কুটি টাকা ফুরুত। ই-কমার্সের কাইজ কামেতো মনে হইতেছে আইনও নাই ফাইনও নাই, না হইলে দেশের টাকা পাচার হইতেছে কিভাবে। গ্রামীণ ব্যাংকও নাকি সাতষট্টি কুটি টাকা ফাঁকি মারিয়াছে। রেলের টাকাও লুট হইতেছে। ঢাকার মাদককারবারীর সংখ্যা দেখিয়াতো বহুতে চমকিয়া উঠিতেছে। মোংলায় আমামীলীগের দুই গ্রুপের লাটি-পেশী শক্তিতে চইদ্দজনের কপাল ফাটিয়াছে। স্বরাষ্ট্র দাদুর জিরো টলারেন্স ফোকাস কি। প্রাক্তনমুন্ত্রী মোশারফ দাদুর এপিএস ফোয়াদও দুই হাজার কুটি টাকার পাচার করিয়াছে শেরপুরেতো মা-মেয়ে, পুটুয়াখালীতে গৃহবধুকে ধর্ষণ। তয় নারী ধর্ষণ, নিযাতন, নীপিড়ণের রক্ষায় আমাগো কম্পিউটার ইঞ্জিনিয়ার জালার দাদুর উদ্বাবিত ‘বাঁচাও’ অ্যাপ কাজে লাগাইতে আদেশ করেন।
মা’রে দেশের হ¹ল শিক্ষা পুতিষ্ঠানের দরজা খোলনের সাথে সাথেই আমাগো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দাদু-দিদিরা পুরনো আনন্দের স্বাধ লইতেছে, যাউ¹া এই পড়ুয়ারা ভালা থাকিলেই অভিভাবকরাও ভালা। তয় শিক্ষাপুতিষ্ঠানের কিছু উচ্ছৃংখল পড়ুয়ারা মাদক আইসে নাকি জড়িত। মাদারিপুরে বোমা বানাইতে গিয়া শেষ মেষ ঘরের চালাও উড়াইয়াছে। মা’গো তলে তলে বহুত অপশক্তির দল কোমড় শক্ত করিয়াছে। আসকের দাদুরা কহিলো দেশে গত নয় মাসে ১৫৪ সাংবাদিক দাদু জেল নির্যাতনে শিকার হইয়াছে। আমামীলীগের এক নেতার ইন্ধনে ভুয়া মামলায় আমাগো পাহাড়ী দাদুরেও জেল খাটাইয়াছে। আমামীলীগের বিজ্ঞরা কহিলো বাবর দাদুর ফঁসির রায় দেশ শাসন আর সভ্যতার মেরুদন্ড শক্ত হইলো। লুটেরাদের টানা লটুপাট, প্রত্যেক সেক্টরে সেক্টরে লুটেরারদল দেশের দাদু-দিদিগোরে এক্কেবারে লেন্সুষের মতন চুষিয়াই যাইতেছে। যাঁরা এই দেশরে তলাবিহীন ঝুড়ি করিতে চাহিয়াছে তাঁগোরে শিক্ষা দিয়া দেশের উন্নয়ন হ¹লইতো ডুবাইতে কু-বুদ্ধির বহুতে সন্ধি যোগাইতেছে। আপুনিও মাথা ঠান্ডা করিয়া আগান। কথা হইলো ‘উন্নয়নও বাদ নাই, লুটেরার দলেরও ছাড় নাই’ স্লোগানেই দেশ লইয়া কড়া ভাবেই আগাইতে হইবে। এরই মইধ্যে আমাগো উন্নয়নের পায়রা সেতুও উঁকি মারিতেছে।
মা’গো পাক্কা সত্যি হইলো চলচিত্রজগত পরীমনিরে দিয়া পার হইলে চলিবে না। পরিমনিরে দিয়া যারা পার পাইতে চাহে তাঁগো কলার দরিয়া টান দেন। ডিরেক্টর, প্রডিউসর, নায়ক নায়িকা হইলেই যে মদ গাজা খাইতে হইবে এমুন কি কথা আছে। চলচিত্র জগতে বহুত লুইচ্চা, বদমাইশ, মদদী, গাজাটি, মাদককারবারী বাসা বান্ধিয়াছে। অল্পতে নায়ক-নায়িকা-মডেলার বানাইয়া দিবার কথা কহিয়া নারীর জীবন, স্বতীর্থ লইয়া তলে তলে বহুত টানাটানি চলিতেছে। ঐ রঙিন জগতের চরিত্রহীন পরিচালক, প্রজোযোগ, মেকার, পেস্টার বহুতও আকামে জড়িত। চলচিত্র জগতে চরিত্রহীনদের বিরুদ্ধে কষিয়া রোলার চালান। বহুত সেলিব্রেটিরাও আকামে জড়িত। যারা ঐ জগতে যাইতে আগ্রহী তাগো দল অল্পতেই বুঝিয়া সম্মান লইয়া পিছু হটিতেছে।
মা’গো চাঁটগার কর্ণফুলি রক্ষায় হ¹ল অবৈধ দখল উচ্ছেদে কঠোর হইতে আদেশ দেন। এলইডি লইয়া তালিমালির তথ্যপত্য বাহির করিতে হইবে। বদি দাদুর মামলায় সাক্ষরা কি ভায় পাইতেছে নাকি ভয়ে রাখিয়াছে তথ্যতালাস লইতে ওয়ার্ডার দেন। টেকনাফে সোয়া পাঁচ কুটি টাকার মাদক আইস লইয়া ইদ্রিস আটক। মাদকের জালে বহুত কিশোর-যুবক বন্দী।
মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্ব শক্তিধর করোনা-১৯। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।
মা’জননীগো এই শোকের মাসে জাতির পিতারে প্রাণভরে শ্রদ্ধা ও ভালোবাস। জাতি বঙ্গমাতারে শ্রদ্ধার সাথে স্মরন করিয়াছে জন্মদিন পালন করিয়াছে। জাতিরে যারা অন্ধকারে নিমজ্জিত করিতে চাহে তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কাজে লাগিবে, কথা হইলো আপনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।
ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা এস.এস.বি.এম, তারিখ- ১৭অক্টোবর, ২০২১ খ্রীঃ