বরকল প্রেস ক্লাবের নতুন নের্তৃত্বে শান্তিময় চাকমা ও মোঃ আরিফুল ইসলাম
॥ নিজস্ব প্রতিবেদক ॥
সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। দেশের তথা সমাজের নানা সুবিধা-অসুবিধার কথা বস্তÍনিষ্ঠভাবে লেখনির মাধ্যমে তুলে ধরা হচ্ছে সংবাদকর্মীদের কাজ। তাই সাংবাদকিতার নীতিমালা ও আচরণবিধি অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হলো প্রত্যেক সংবাদকর্মীর পরম দায়িত্ব ও কর্তব্য। সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সুন্দর দেশ এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সংবাদকর্মীরা। শুধুমাত্র সমাজের নেগেটিভ দিকগুলি মিডিয়ায় তুলে না ধরে সমাজের পজিটিভ দিকগুলিও সঠিক রিপোর্টিং এর মাধ্যমে প্রচার করা সংবাদকর্মীদের নৈতিক দায়িত্ব।
রবিবার (১৭ অক্টোবর) সকালে বরকল উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত “বরকল প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ও আলোচনা সভায়” সাংবাদিক নের্তৃবৃন্দ তাদের বক্তব্যে এ কথা তুলে ধরেন।
সিনিয়র সাংবাদকি শান্তিময় চাকমার সভাপতিত্বে বরকল উপজেলার অস্থায়ী প্রেস ক্লাবের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় প্রেস ক্লাবের বিগত সময়ে নেতৃত্বে থাকা সভাপতি ও সাধারন সম্পাদকের সকল প্রকার কর্মকান্ড মোটেও সন্তোষ জনক না হওয়ায় বরং তাদের দ্বারা প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার কারনে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত অনুযায়ী পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে কমিটি গঠনের জন্য উপস্থিত সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে শান্তিময় চাকমাকে সভাপতি ও মোঃ আরিফুল ইসলামকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এছাড়া সহ সভাপতি পদে নিরত বরন চাকমা, অর্থ সম্পাদক পদে পলাশ চাকমা, নির্বাহী সদস্য পদে বিহারী চাকমা, রিফতী রহমান ঋতু, লক্ষী মোহন চাকমাকে দায়িত্ব প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও অর্থ সম্পাদকের যৌথ স্বাক্ষরে বরকল প্রেস ক্লাবের নামে বাংলাদেশ সোনালী ব্যাংক বরকল শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়।
এরপর নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দগন বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুয়েল রানার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাঁরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সকল ধরনের সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।