[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাবান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুতরাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

সন্তানদের দেখভাল করবেন নাকি স্বামীর খোঁজ করবেন

লালতং পাংখোয়া নিখোঁজের ১মাস গত হচ্ছে, দুঃচিন্তায় স্ত্রী

১১২

॥ নিরত বরণ চাকমা, বরকল ॥

রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার চাইলার পাড়ার বাসিন্দা সাবেক হেডম্যান লালতং পাংখোয়া নিখোঁজের এক মাস অতিবাহিত হলেও এখনো তাঁর খোঁজ মেলেনি। কোথায় আছে, কিভাবে আছে নানা চিন্তায় স্ত্রী এখন দিশেহারা। তিনি কি সন্তানদের দেখভাল করবেন নাকি স্বামীর খোঁজ করবেন।

সম্প্রতি লালতং পাংখোয়ার স্ত্রী জিনপারী পাংখোয়ার এর সাথে ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান তাঁর স্বামীর খোঁজ এখনো পান নি। প্রশাসনের কাছেও কোন খবর নেই। স্বামী কেমন আছে কিভাবে আছে তারও খবর জানতে পারছেন না। তিনি সন্তানদের নিয়েও রয়েছেন দুঃশ্চিন্তায়। তিনি আরো জানান, গত ১৫ সেপ্টেম্বর বুধবার বরকল উপজেলা থেকে ডাক্তার দেখাতে যান রাঙ্গামাটি শহরে। তিনি জানান তাঁদের প্রতিবেশী নতুন কুমার চাকমা ও তার স্ত্রী কালাবী চাকমা ডাক্তার দেখাতে পারলেও তাঁর স্বামী লালতং ডাক্তার দেখাতে পারেনি। পরে ডাক্তার দেখাতে না পারায় শহরের রিজার্ভ বাজারস্থ শান্তি আবাসিক হোটেল এর কক্ষ ভাড়া করেন স্বামী। কিন্তু বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে শান্তি আবাসিক হোটেল থেকে লালতন পাংখোয়াকে অপহরণ করা হয়। গত এক মাস হয়ে গেলেও স্বামী এখনো ফিরে আসেনি। তিনি জানান, স্বামী না থাকায় ৩ সন্তানের লেখাপড়ার খরচও ঠিকমতো দিতে পারছেন না। তিনি এখন একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে গণমাধ্যমকেও জানান।

এ বিষয়ে বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, এখনো লালতং পাংখোয়ার সন্ধান পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে খুঁজেতে তৎপরতা চলছে। সন্ধান পাওয়া গেলে অবশ্যই তাঁর পরিবারকে জানানো হবে।