[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানারাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালঅপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষকের শাস্তি দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশবান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরুপারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধনখাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানবান্দরবানের লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত হাজতেখাগড়াছড়ির রামগড়ে রংতুলি’র ঈদ, নববর্ষ ও বৈসাবি’র পুনর্মিলনী অনুষ্ঠানখাগড়াছড়ির রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধারখাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমের
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচির আলীকদম সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১০

৮০

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচি আলীকদম সড়কের থারচির ডিম পাহাড় পর্যটন এলাকার ২৮ কিলোমটার নামক স্থানে ঢালু পথ বেয়ে নামার সময় একটি পর্যটকবাহী পিকআপ গাড়ি খাদে পড়ে একজন পর্যটক নিহত ও অন্তত দশজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলে আবুল কালাম (২৭) নামের একজন পর্যটক নিহত হন। আহতরা হলেন, এরশাদ মিয়া (২৩), তানজীম (২৫), আশিক উল্লাহ (১৭), আরিফ (২০), আবদুল্লাহ (২০), আয়াত উল্লাহ (১৭), শাহাদাত (২৫) ও শহীদুল্লাহ (২৪)। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের সবার বাড়ি কক্সবাজারের রামু এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, মাদারীপুর থেকে একটি পিকআপ ঢাকা মেট্রো ন-১৯.৩৮৩৬ নম্বরে কক্সবাজার রামুতে আসে। এই পিকআপটি রামু থেকে ২০জন পর্যটক পেয়ে আলীকদম হয়ে থানচির উদ্দেশে রওনা হন। এসময় থানচি কাছাকাছি ডিম পাহাড় পর্যটন এলাকার ২৮ কিলোমিটার নামক ঢালু স্থানে পৌচ্ছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি আনুমানিক ২৫ ফুট নিচে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পর্যটকদের আলীকদমে নিয়ে যাবার পথে একজনের মৃত্যু হয়। এদিকে পিকআপ চালক ও হেলপারকে উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে আসেন পুলিশ ও স্থানীয়রা।

থানচি থানার উপ-পরিদর্শক এসআই মোঃ আমান জানান, থানচির ডিম পাহাড় পর্যটন এলাকার ২৮ কিলোমিটার নামক স্থানে দুর্ঘটনায় আহতসহ ২০জন পর্যটককে উদ্ধার করে আলীকদম নিয়ে যাবার পথে একজনের মারা যায়। এছাড়া আহত পিকআপ চালক ও হেলপারকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তিনি।