শরীফ আসলে মাত্তাল, নাকি মাত্তাল সাজিয়া হত্যাকান্ড ঘটাইয়াছে তারে কষিয়া ধরনের দরকার
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত শুরু হইতেছে। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…
‘মা’ দূর্গার আগমনে আমাগো সনাতনী ধর্মাবলম্বীর হ¹ল জেঠা-জেঠিরে পুন্যময় শুভেচ্ছা। পৃথিবীর হ¹ল প্রাণীর সুখ-শান্তি মঙ্গল কামুনা করিতেছি।
খান জেঠা কহিলো, তাইনের রাজস্থলী উপুজিলার বত্রিশ হাজার জেঠা-জেঠির চিকিৎসা সেবার তিন স্বাস্থ্য পুতিষ্ঠনের অন্ত সত্তরটি পদ খালি থাকনের কারনে নিদিষ্ট সেবা হইতে বঞ্চিত হইতেছে জেঠা-জেঠিরা। উপুজিলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিকল্পনা, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বহু পদের খালি থাকনের কারনে এই অবস্থা চলিতেছে। দালান কোটা সহ হ¹ল থাকিলেও যদি চিকিৎসকই নাই থাকে তয় জেঠা-জেঠিরা চিকিৎসা না পাইয়াই জীবন সাঙ্গের পথে চলিয়া যাইবে। কথা হইলো অসুখে বিসুখে ডাক্তার না পায় তয় সাঙ্গপাঙ্গদের লইয়া যদি হামলা চালায় মুশকিল হইবে, চিন্তায় আছি…
বরণ জেঠা কহিলো, তাইনের বরকল উপুজেলায় ৮ শর্টগান, গুলিসহ নানান সরঞ্জাম লইয়া ৭যুবক আটক হইয়াছে আমাগো বিজিবি-পুলিশের হাতে। গেল মঙ্গলবার বরকলের ঠেগামূখ এলাকার হ্রদে এই ঘটনা। পুলিশ জেঠারা কহিলো তাঁগো চাইর অস্ত্র সরকার অনুমোদিত বাকী চাইর অস্ত্র অবৈধ তাঁগো বিরুদ্ধে দুটি মামলা হইয়া হ¹লই জেল হাজতে। তয় সাত জেঠার পরিবার কহিলো কিছুদিন আগে রাঙ্গামাটি হইতে কুকুর শিকার করিয়া সীমান্তের ভারতের মিজোরামে বিক্রি করিয়া বরকলে ফেরতের পথে আটক হইয়াছে। এখুন স্কুল কলেজ পড়ুয়া সাত জেঠার কি হইবে। যা মনে হইতেছে জেঠারাও আওলা ঝাউলায় পড়িয়াছে, চিন্তায় আছি…
অং জেঠা কহিলো তাইনের খাগড়াছড়ি জেলার রামগড়ে প্রতিহিংসা পরায়ন হইয়া চাইথোয়াই মারমা নামের এক বৃদ্ধ হামলা চালাইয়া পরে পেট্রোল ঢালিয়া আগুনে পোড়াইয়া দিয়া হত্যা করিয়াছে। এই ঘটনার দায়ে পুলিশ শরীফ পাটোয়ারীকে আটক করিয়াছে। পুলিশ জেঠারা কহিলো শরীফ মাদকাশক্ত হইয়া কিছু দিন পূর্বে নিহতের ঘরে আগুন দিলে তাইনে থানায় জিডি করিলে পরে ঘটনার দিন রাস্তার পাশে বসে থাকা চাইথোয়াই মারমা (৬৫) কে পিছন থেকে ইট দিয়া সজোরে যখম করে পরে পেট্রোল ঢালিয়া আগুন ধরাইয়া দেয়। কথা হইলো শরীফ আসলে মাত্তাল, নাকি মাত্তাল সাজিয়া হত্যাকান্ড ঘটাইয়াছে তারে কষিয়া ধরনের দরকার, চিন্তায় আছি…
হোসেন জেঠা কহিলো, তাইনের কাপ্তাই উপুজিলার লগগেইট এলাকা হইতে ১৬ বছরের শিশুকে অপহরন করনের কারনে পুলিশ জেঠারা তল্লাসী চালাইয়া শিশুসহ অপহরনকারী মোঃ মুছারে চাঁটগার সাতকানিয়া হইতে আটক করিয়াছে। গেল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়ীতে অভিযান চালাইয়া ঐ শিশুরেও উদ্ধার করিয়া থানা আনিয়া পরে আদালতের মাইধ্যমে মুছারে হাজতে পাঠাইয়াছে। যা মনে হইতেছে মুছার এইবার সারিতে পারিলে আরো মহা অপরাধ করিয়া বসিতো, চিন্তায় আছি…
আলম জেঠা কহিলো, লংগদুর স্বাস্থ্য কমপ্লেক্সে হ¹লই আছে তয় জনবল নাই। ৩০ শয্যার হাসপাতালে রোগী আসিলেও চিকিৎসা না পাইয়া ঘরে ফিরিতে হইতেছে। রোগী আনা নেয়ার কাজে রক্ষিত এম্বুলেন্সও নষ্ট হইয়া পড়িয়া রহিয়াছে। এই সব মিলাইয়া উপুজেলার সোয়া লাখ জেঠা-জেঠির জীবন চলিতেছে উপর ওয়ালার ভরসায়। জেঠা-জেঠিরা যদি বিপদে চিৎিসা না পায় ভয় হইতেছে লাঠিসোঁটা লইয়া বাহির হইবে কিনা, চিন্তায় আছি…
মুবিন জেঠা কহিলো, তাইনের উপুজিলা নির্বাহী কর্তা জানাইয়াছেন রোহিঙ্গারাও জন্ম-মৃত্যু সনদ লইতে তলে তলে তোড়জোর চালাইতেছে। নিবন্ধন লইয়া প্রত্যেক সরকারি কর্তাগোর সাজগ থাকিতে হইবে। গেল মঙ্গলবার তাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালন কালে এইসব কহিলো। কথা হইলো রোহিঙ্গারে ভোটার সনদ, জন্ম-মৃত্যু সনদ দিতে গিয়া বহুতে এখুন জেল খাটিতেছে। তয় কেহই আবারো আকাম করিতে গেলে মানও যাইবে জেলও খাটিবে, চিন্তায় আছি…
অং জেঠা কহিলো, তাইনের থানচিতে এইবার দুই কেজি আফিম উদ্ধার করিয়াছে বিজিবি। গেল শনিবার রাইতে গোপন সংবাদ পাইয়া উপুজিলার দূর্গম বলিপাড়ায় অভিযান চালাইয়া এই মাদক আফিম উদ্ধার করিয়াছে। বান্দরবানের পাহাড়ে পাহাড়ে বহু শয়তানের গুষ্টির দল পাকাপোক্ত হইয়াছে। মাদক লইয়া দেশের যুব সমাজরে টুঁটি চাপিয়া ধরিয়াছে। সরকারের জিরো টলারেন্স নীতির কি হইতেছে দেশের জেঠা-জেঠিরা প্রশ্নতশ্ন করিতেছে, চিন্তায় আছি…
আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…
আলম জেঠা কহিলো তাইনের লংগুদু উপুজিলার করল্যাছড়ি গ্রামে বিদ্যুতের লাইনের কাজ করিতে যাইয়া আলমগীর হোসেন জেঠা শর্ট খাইয়া নিহত হইয়াছে। গেল সমবার সকালে এই ঘটনা। পুলিশ জেঠারা কহিলো হোসেন জনৈক বিল্লালের ঘরে লাইনরে কাজ করিছিল অসাবধনতা বশত লাইন দিতে গিয়া এই বিপদ। কথা হইলো টেকনিকেল কাজে যদি টেকনিকও ভুলিয়া যায় তয় বিপদতো ঘটিবেই, চিন্তায় আছি…
সুশান্ত জেটা কহিলো আলীকদম উপুজেলার পূর্ব পালং পাড়ায় সাড়ে চৌত্রিল লক্ষ টাকার ব্রিজ কারো কাজেই আসিতেছে না। এইসব ঘটনা লইয়া এলাকার বহুতের মনে ক্ষোভ। প্রকল্প বাস্তবায়ন কিরতে যাইয়া কারে একক সুবিধার জইন্য এই কাম করিয়াছে হেইসব লইয়া চালাচালিও হইতেছে। সঠিক সিদ্ধান্ত না হওয়ার সরকারিকা মাল ধরিয়ামে ঢাল অবস্থা। কথা হইলো আমাগো প্রকল্প কর্তাদের সাইট না দেখিয়া প্রকল্প বাস্তাবয়ন কিরতে গিয়া এই আকাম হইয়াছে, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
১০ অক্টোবর, ২০২১ খ্রিঃ